মহরম উপলক্ষে সরবত বিতরণ কাঁঠাল পয়েন্টে
বরাক তরঙ্গ, ১৭ জুলাই : সারা মুসলিম বিশ্বের সঙ্গে কারবালার স্মৃতিতে শোক পালন বরাকেও। মহরম উপলক্ষে জাতি ধর্ম মত নির্বিশেষে সম্প্রীতি বার্তা নিয়ে মেহেরপুর কাঁঠাল পয়েন্টের নিকটবর্তী এসবিআই এটিএমের পাশে শরবত বিতরণ করেন স্থানীয় যুবকরা। বুধবার পথ চালিত জাতি ধর্ম,বর্ণ নির্বিশেষে সবার হাতে সরবত তুলে দেওয়া হয়। কারণ আজ ১০ মহরম আজকের দিনে থেকে ইমাম হোসেন আলাইহেস সাল্লাম পুরো পরিবার পিপাসায় কাতর ছিলেন এজিদ বাহিনী হাসান হোসেনের পরিবারের জন্য ৭ ই মহরমের দিন থেকে জল বন্ধ করে দিয়েছিল। সেই পিপাসার দিনটিকে স্মরণ করে সকল মানুষের উদ্দেশ্যে এই শরবত বিতরণ করা হয়।
এদিন স্থানীয় যুবকদের মধ্যে উপস্থিত ছিলেন সুহন মজুমদার, আশিফুল হামিদ লস্কর, সাকিল লস্কর, আয়ুস দেব, তুহিন তালুকদার, সায়েহ আহমেদ মজুমদার, রমিজ লস্কর, আহাদ মজুমদার প্রমুখ।