মেরুয়া গ্রান্টে সেতু নির্মাণের দাবি ইয়াসির

বরাক তরঙ্গ, ১৭ জুলাই : কাঁঠাল জিপির অধীনে মেরুয়া অঞ্চলের সমস্যা নিয়ে সরব হল ইয়ুথস অ্যাগেইনস্ট সোশ্যাল ইভিলস কেন্দ্রীয় কমিটি এবং মেরুয়া উপ-কমিটি। অঞ্চলের বেহাল সড়কটি সংস্কারের দাবিতে পূর্তমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হয়েছে। বুধবার জেলাশাসকের মারফতে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়,  মেরুয়া গ্রান্ট কাছাড় জেলার কাঁঠাল জিপির অধীনে একটি খুব অনুন্নত গ্রাম। গ্রামের হাজার হাজার বাসিন্দা বছরের পর বছর যাতায়াতে তীব্র কষ্টের সম্মুখীন হচ্ছেন। সড়কের বেহাল দশার কারণে অন্যান্য অংশের সঙ্গে এলাকার যোগাযোগ সুবিধাজনক না হওয়ায় শিক্ষার্থী, রোগী ও বিশেষ করে এলাকার নারীদের চরম দুর্ভোগ ও চরম সংকটে পড়তে হচ্ছে। তাছাড়া স্বাধীনতার পর থেকে মেরুয়া গ্রান্টে ঘাগরা নদীর উপর কোন সেতু তৈরি না হওয়ায় গ্রামটি বাকি এলাকার সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন। জনগণের শুধুমাত্র ছোট নৌকার উপর ভরসা যোগাযোগ রক্ষা করছেন। প্রায় দুশো মিটার দীর্ঘ একটি নতুন আরসিসি সেতু পুরো এলাকার ভাগ্য বদলে দিতে পারে এবং তাদের ভবিষ্যতে বেঁচে থাকার জন্য আশার আলো দিতে পারে। এমনটা উল্লেখ করে সেতু নির্মাণের দাবি জানান।

এ দিন, রমন ঘাটোয়ার, সন্তোষ সিনহা, কার্তিক সেন তাঁতী, মতি ঘাটোয়ার, সুনীল তাঁতী ও রতন দাসের উপস্থিতিতে ইয়াসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায়ের নেতৃত্বে প্রতিনিধি দল জেলাশাসককে না পেয়ে এডিসি অন্তরা সেনের কাছে স্মারকলিপি প্রদান করেন।

Author

Spread the News