সর্বা-গৌরব-লুরিন মনোনয়ন জমা দিলেন

সর্বা-গৌরব-লুরিন মনোনয়ন জমা দিলেন

বরাক তরঙ্গ, ২৬ মার্চ : লোকসভা নির্বাচনের প্রথম দফা নির্বাচনে অসমের তিন হেভিওয়েট নেতা মনোনয়ন জমা দিলেন। সর্বানন্দ সোনোয়াল এবং গৌরব গগৈ ও অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার ডিব্রুগড় আসনের বিজেপি প্রার্থী ডিব্রুগড় জেলা আয়ুক্ত কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই হেভিওয়েট নেতা। এ দিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সঙ্গে নিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মনোনয়নপত্র দাখিল করেন। এ ছাড়া সোনোয়ালের সঙ্গে জোটের অংশীদার অসম গণ পরিষদের সভাপতি অতুল বরা এবং বর্তমান ডিব্রুগড়ের সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামেশ্বর তেলিও ছিলেন। মনোনয়ন প্রক্রিয়া চলাকালীন বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থক সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে ছিলেন।

সর্বা-গৌরব-লুরিন মনোনয়ন জমা দিলেন

এ দিন ডিব্রুগড় লোকসভা কেন্দ্রে ইন্ডিয়া জোটের মনোনীত প্রার্থী লুরিনজ্যোতি গগৈ আনুষ্ঠানিকভাবে জোটের অংশীদার দলগুলির বিপুল সংখ্যক সমর্থক নিয়ে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। যোরহাট কেন্দ্রে বর্তমান সাংসদ গৌরব গগৈ জোটের নেতৃবৃন্দ ও বিশাল সমর্থক নিয়ে মনোনয়ন জমা দেন।

এ দিন পাঁচটি কেন্দ্রে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Author

Spread the News