পুর নিগম এলাকার জ্বলন্ত সমস্যা নিয়ে সরব শিলচর জেলা মহিলা কংগ্রেস
বরাক তরঙ্গ, ৮ আগস্ট : শিলচর পুর নিগম এলাকার কিছু জ্বলন্ত সমস্যা নিয়ে সরব হল শিলচর জেলা মহিলা কংগ্রেস। সমস্যাগুলো সমাধানের দাবিতে এক স্মারকলিপি প্রদান করেছে শিলচর পুর কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিরুত্তম শর্মার কাছে। শুক্রবার সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়ের নেতৃত্বে এবং অসম প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা নবিনা মজুমদারের উপস্থিতিতে এক প্রতিনিধি দল শিলচর শহরের সাধারণ মানুষের সুবিধার যথাযথ ব্যবস্থাপনার জন্য কিছু নির্দিষ্ট সমস্যা ও এলাকা চিহ্নিত করে বিশেষভাবে নজর দেওয়ার দাবি জানায়। দাবিগুলো হল বৃহত্তর মালুগ্রাম এলাকায় পানীয়জলের সঙ্কট দুর করা, নিউ শিলচর এলাকার বিশেষ করে প্রথম লিঙ্ক রোডের ড্রেনেজ ব্যবস্থা সচল করা, কর্পোরেশন এলাকার অন্তর্গত বিভিন্ন বাজারে যথাযথ নজরদারি প্রয়োজন, কারণ আশপাশে জমে থাকা আবর্জনা এক অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে এবং তা থেকে মারাত্মক রোগ ও স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। পর্যাপ্ত ডাস্টবিন বসানো ও নিয়মিত আবর্জনা অপসারণ এখন সময়ের দাবি। সংশ্লিষ্ট বাজারগুলি হলো — ফাটক বাজার, ন্যাশনাল হাইওয়ে বাজার, ইটখোলা বাজার ও তারাপুর বাজার বর্তমানে যেগুলিকে অগ্রাধিকার দেওয়া জরুরি।
নতুন অন্নপূর্ণা সেতুর উপরের বাতিগুলি কাজ করছে না যার ফলে রাতের বেলায় অন্ধকারে, সেতুর দুই প্রান্তেই, নিয়মিত অসামাজিক কার্যকলাপ চলছে। মাদক সেবন, জুয়া খেলা, মদ্যপান ইত্যাদি আইন প্রয়োগকারী সংস্থার কোনও ভয় ছাড়াই চলছে। তাই, বিশেষ করে মহিলা পথচারীদের নিরাপত্তার জন্য, অবিলম্বে রাস্তার বাতিগুলি সচল করা জরুরি। বিবেকানন্দ রোড, বৃহত্তর মালুগ্রাম, ঘনিয়ালা, রংপুর, নিউ শিলচর এলাকা, কলেজ রোড, চেংকুড়ি রোড, আশ্রম রোড প্রভৃতি কিছু এলাকায় অপরিকল্পিত ও অবৈজ্ঞানিক নিকাশী ব্যবস্থার কারণে জমে থাকা বৃষ্টির জল জনসাধারণকে মারাত্মক ভোগান্তির শিকার করছে। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য এই সমস্যা কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়া, শিলচর ওয়াটার ওয়ার্কস রোডের ‘ডামপিং গ্রাউন্ড’ কে অন্য কোনও স্থানে স্তানান্তর করা।
প্রতিনিধি দল কর্তৃপক্ষকে দাবি জানিয়েছেন এই গুরুতর সমস্যাগুলি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সমাধানের ব্যবস্থা করা হোক। যাতে জনভোগান্তি দূর হয়। পাশাপাশি প্রতিনিধি দল শিলচর শহরের উন্নতি ও অগ্রগতির স্বার্থে কর্পোরেশন কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। কর্পোরেশন কর্তৃপক্ষও প্রতিনিধি দলকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। স্মারকলিপির প্রতিলিপি প্রদান করা হয়েছে জেলা কমিশনার, পুলিশ সুপার, সহকারী মহাব্যবস্থাপক, এপিডিসিএল, বিভাগ-০১, শিলচর ও নির্বাহী বাস্তুকার, পিএইচই বিভাগ-১, শিলচরকে প্রয়োজনীয় তথ্য ও ব্যবস্থা গ্রহণের জন্য।প্রতিনিধি দলের অন্যান্য বিশিষ্ট সদস্যরা ছিলেন যশোদা সিনহা সাধারণ সম্পাদিকা (প্রশাসন), ঝুমা দাস, পুষ্পাবতী রায়, জলিরানি দাস ও অন্যান্যরা।