অস্থায়ী শ্রমিকদের বিভিন্ন দাবিতে সরব জয়েন্ট ফোরাম

বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : আসাম ওয়ার্কার্স ইউনিয়ন জয়েন্ট ফোরাম অস্থায়ী শ্রমিকদের বিভিন্ন ন্যায্য দাবি নিয়ে সরব হলেন।বৃহস্পতিবার সমগ্ৰ আসামের প্রায় ১৩ টি অস্থায়ী শ্রমিকদের বিভিন্ন সরকারি ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সাংগঠনিক কর্মকর্তারা সরব হয়ে শিলচরের সরকারী শ্রম কমিশনারের সঙ্গে দেখা করে কয়েক দফা দাবিগুলো তুলে ধরেন। এদিন আসাম ওয়ার্কার্স ইউনিয়ন জয়েন্ট ফোরামের পক্ষ থেকে উপস্থিত বরাক উপত্যকা অগ্রগামী নির্মাণ শ্রমিক ইউনিয়নের সম্পাদক মিহির নন্দী, বরাক উপত্যকা প্রগতিশীল নির্মাণ শ্রমিক ইউনিনের সম্পাদক নাসির চৌধুরী, অসম মজুরি শ্রমিক ইউনিয়নের জেলা কমিটির সভাপতি মৃনালকান্তি সোম, সদ্য আসাম নির্মাণ শ্রমিক ইউনিয়নের সম্পাদক অসীম নাথ, আসাম নির্মাণ শ্রমিক ইউনিয়নের সম্পাদক রফিকুল ইসলাম, ধুবড়ি অগ্রগামী নির্মাণ শ্রমিক ইউনিয়নের সম্পাদক তথা আইনজীবী আনোয়ার হুসেন আহমেদ, গোলাঘাট নির্মাণ শ্রমিক ইউনিয়নের সম্পাদক লেবালন সুরেন, গোলাঘাট শ্রমিক ইউনিয়নের সম্পাদক বিলন ধর, আসাম নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভানেত্রী বন্দিতা বরা প্রমুখ নিজ-নিজ বক্তব্যে অসংগঠিত শ্রমিকদের সামাজিক নিরাপত্তার আইনকে বহাল রাখা সহ স্বাস্থ্য বিমার বিষয় সরকারি সাহায্য-সহায়তা গুলোকে বাস্তবায়িত করা ও সমগ্ৰ ভারতের অন্যান্য রাজ্যে যেভাবে শ্রমিকেরা ইউনিয়নের সঙ্গে যুক্ত থাকলে আলাদাভাবে লেবার কার্ড বানাতে হয় না, ঠিক একইভাবে এখানেও প্রক্রিয়া চালু করার দাবি রাখেন।

তাঁরা গত বছর নভেম্বরে মাসে রাজ্যের শ্রমমন্ত্রী ও শ্রম কমিশনারের সঙ্গে দেখা করে অস্থায়ী নির্মাণ শ্রমিকদের পেনশনের বৃদ্ধি ও শ্রমিকদের সামাজিক নিরাপত্তাকে বর্তমান সরকার বন্ধ করে দিয়েছে, সেটাকে বহাল রাখার দাবি সহ আরো অস্থায়ী শ্রমিকদের অন্যান্য দাবিগুলো নিয়ে শিলচরের সহকারী শ্রম  কমিশনারের সঙ্গে দেখা করে আলোচনা করবেন ও অবিলম্বে সরকার দাবিগুলো মেনে নিতে হবে, তা না হলে সমগ্ৰ আসাম রাজ্য অস্থায়ী শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা বৃহত্তর গণ আন্দোলনের দিকে অগ্রসর হবে বলে হুঁশিয়ারি দেন।

অস্থায়ী শ্রমিকদের বিভিন্ন দাবিতে সরব জয়েন্ট ফোরাম
অস্থায়ী শ্রমিকদের বিভিন্ন দাবিতে সরব জয়েন্ট ফোরাম

Author

Spread the News