জোড়-বেজোড় নিয়ে চালকদের হয়রানি, সরব ই-অটো অ্যাসোসিয়েশন
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : কিছুদিন ধরে শিলচর ট্রাফিক বিভাগের কয়জন পুলিশ কর্মী কর্তৃক কোনকিছু না বোঝেই হঠাৎ করে শিলচরে চলে থাকা ই-অটোগুলো থামিয়ে চালকদের “ওড-ইভেন” চালু হয়েছে বলে নানা হুমকি দিচ্ছেন এমন অভিযোগ অল কাছাড় কমার্শিয়াল ই-অটো অ্যাসোসিয়েশনের। এ বিষয়টি নিয়ে অল কাছাড় কমার্শিয়াল ই-অটো অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জেলা পরিবহন আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি নজরে আনার পাশাপাশি কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদবের উদ্দেশে একটি স্মারকলিপি প্রদান করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, আধিকারিকের সঙ্গে কথাবার্তা বলার পর তাঁরা জানতে পান, জোড়-বেজোড় শুধু ই-রিকশার ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে, ই-অটোর ক্ষেত্রে নয়। একথা শোনার পর জেলা পরিবহন আধিকারিক সহ স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানান অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।
এদিন জেলা পরিবহন আধিকারিকের কাছে যাওয়ার আগে এক সভায় অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। সবার সর্বসম্মতিক্রমে ই-অটোর ক্ষেত্রে ওড-ইভেন প্রত্যাহার করা সহ ট্রাফিক হয়রানি বন্ধ করার দাবিতে স্থানীয় প্রশাসনকে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন অ্যাসোসিয়েশনের সভাপতি বিকাশ ভট্টাচার্য, সহ-সভাপতি আমিনুল হক লস্কর, সাধারণ সম্পাদক হরি দাস, সম্পাদক সজল রায় ও সমীরণ ধর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।