রংপুরে স্লুইস গেট ও বাঁধের সংস্কারের দাবিতে সরব   বিডিএফ, স্মারকপত্র প্রদান

বরাক তরঙ্গ, ৭ জুন : সাম্প্রতিক দু’দিনের অতিবৃষ্টির ফলে নদীস্তর বেড়ে যাওয়ায় বন্যার কবলে পড়েছেন রংপুর, বৃহত্তর শিমুলতলা অঞ্চলের প্রায় পনের হাজার নাগরিক। এদের অধিকাংশই বাঁধের উপর অস্থায়ী তাবু খাটিয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন এবং বিস্তর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। আজ এই অঞ্চলের জনগণের পক্ষ থেকে সংশ্লিষ্ট স্লুইস গেট ও বাঁধের সংস্কারের দাবিতে জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।

পরে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ যুবফ্রন্ট আহ্বায়ক হারাধন দত্ত বলেন যে ২০২২ এর বন্যার পর আঙ্গারজুড়,কান্দিগ্রাম, গোকুল নগর,করাতিগ্রাম এসব অঞ্চলের অকেজো স্লুইস গেট গুলোর সংস্কারের জন্য কোন উদ্যোগ নেয়নি জলসম্পদ বিভাগ। এজন্যই এবারের দুদিনের বৃষ্টিতেই  শিমূলতলা অঞ্চল প্লাবিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় পনের হাজার মানুষ,যাদের জীবনযাত্রা এখনো স্বাভাবিক হয়নি। তিনি বলেন এছাড়াও এই অঞ্চলের বাঁধের উচ্চতা বৃদ্ধি নাহলে নদীস্তর বাড়লে জল বাঁধ টপকে অপর প্রান্তে চলে আসে এবং এতে ক্ষতিগ্রস্ত হয় সেই বাঁধই। তাই অবিলম্বে এ বিষয়ে সমীক্ষা করে কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরী।

হারাধন দত্ত বলেন  এই উভয় ব্যাপারই মুলত উল্লেখ করে তাঁরা জেলাশাসককে স্মারকলিপি দিয়েছেন। তিনি বলেন, জেলাশাসকের সঙ্গে তাদের কথা হয়েছে এবং তিনি এই ব্যাপারে অতি শীঘ্রই  সংশোধনী পদক্ষেপ নেবেন বলে তাঁদের আশ্বাস দিয়েছেন। যাতে আর তাঁদের বন্যার কবলে পড়তে না হয় এটি নিশ্চিত করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। হারাধন বলেন তাই তাঁরা আশাবাদী। প্রশাসনের আগামী তৎপরতা দেখে তাঁরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

অন্যদের মধ্যে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজেশ রায়, অষ্টলাল দাস, দেবায়ন দেব প্রমুখ। বিডিএফ এর পক্ষ থেকে আহ্বায়ক দেবায়ন দেব এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।

Author

Spread the News