দেশের পরবর্তী প্রধান বিচারপতি সঞ্জীব খান্না

দেশের পরবর্তী প্রধান বিচারপতি সঞ্জীব খান্না

১৭ অক্টোবর : কিছুদিন পরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির  ডিওয়াই চন্দ্রচূড় অবসর নেবেন। তার আগেই এবার দেশের পরবর্তী প্রধান বিচারপতির নাম জানালেন তিনি। কেন্দ্রীয় আইনমন্ত্রকের কাছে একটি চিঠিতে সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে তিনি বিচারপতি সঞ্জীব খান্নার (Justice Sanjiv Khanna) নাম সুপারিশ করেছেন। নিয়ম অনুসারে অবসরের আগেই প্রধান বিচারপতি তাঁর উত্তরসূরিকে মনোনীত করেন। আর সেই সুপারিশে অনুমোদন দেয় কেন্দ্রীয় সরকার। সেইমতো নিজের সুপারিশ কেন্দ্রের কাছে পাঠিয়ে দিয়েছেন ডিওয়াই চন্দ্রচূড়।

আগামী ১০ নভেম্বর মেয়াদ শেষ হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের। সুপ্রিম কোর্টের বিচারপতিরা ৬৫ বছর বয়সে অবসর গ্রহণ করেন৷ তিনি ২০২২ সালের ৯ নভেম্বর দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। যদিও দেশের ৫১তম প্রধান বিচারপতির দায়িত্ব সঞ্জীব খান্না নিলেও সেই পদে তিনি মাত্র ৬ মাসই বহাল থাকবেন। কারণ ২০২৫ সালের ১৩ মে তাঁরও অবসর নেওয়ার কথা।

NEW FASHION

Author

Spread the News