জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সামসুজ্জামান
বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে নিযুক্তি পেলেন আইনজীবী সামসুজ্জামান মজুমদার। জেলা সভাপতি অভিজিৎপাল তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেছেন। বৃহস্পতিবার তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন অভিজিৎ পাল। তাঁকে এই পদে নিযুক্ত করায় তিনি প্রদেশ সভাপতি ভুপেন বরা, সর্বভারতীয় সাধারন সম্পাদক জীতেন্দ্র সিং, পৃথ্বীরাজ প্রভাকর শাঠে, জেলা সভাপতি অভিজিৎ পালের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে জানান।
সামসুজ্জামান মজুমদার ২০১০ সালে যুব কংগ্রেসের সোনাই কেন্দ্রের সভাপতি ভোটে নির্বাচিত হয়েছিলেন। এরপর সোনাই ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক ও শিলচর জেলা কংগ্রেসের সম্পাদক পদের দায়িত্ব পালন করেন।

