শিলচর ১৭ নম্বর ওয়ার্ডে কংগ্রেস সংখ্যালঘু বিভাগের কমিটি গঠিত, সভাপতি সালমা বেগম
বরাক তরঙ্গ, ৩০ জুলাই : আসন্ন পুর নিগম ও বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে কংগ্রেস দলে সংগঠনিক কর্মকাণ্ড জোরদার করা শুরু হয়েছে। মঙ্গলবার রাতে শিলচরের রামনগর এলাকায় ১৭ নম্বর ওয়ার্ডে কংগ্রেস সংখ্যালঘু বিভাগের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এদিন ওয়ার্ডের সংখ্যালঘু বিভাগের ৫০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কংগ্রেস সংখ্যালঘু বিভাগের জেলা চেয়ারম্যান আনসার হোসেন বড়লস্কর।
১৭ নম্বর ওয়ার্ড সংখ্যালঘু বিভাগের সভাপতি হিসেবে সালমা বেগম লস্করকে নির্বাচিত করা হয়। এছাড়াও ওয়ার্ডের বিভিন্ন বুথভিত্তিক দায়িত্বে অন্যান্যদেরও নিযুক্ত করা হয়। বক্তব্য রাখতে গিয়ে আনসার হোসেন বড়লস্কর বলেন, “আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলের নির্দেশে প্রতিটি বুথে শক্তিশালী কমিটি গঠন করা হবে। বিজেপি কেবল হিংসার রাজনীতি করে, কিন্তু কংগ্রেস সর্বধর্ম-সমন্বয়ের আদর্শে বিশ্বাসী। জনসাধারণ ভোটের মাধ্যমে তার জবাব দেবেন।”
সভা শেষে সালমা বেগম লস্কর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, এবারের পুর নির্বাচনে কংগ্রেসের টিকিট প্রত্যাশী। এছাড়াও আরও কয়েকজন টিকিট প্রত্যাশী রয়েছেন। তবে দল যাকেই প্রার্থী হিসেবে মনোনীত করবে, তিনি তার পাশে থাকব। ১৭ নম্বর ওয়ার্ডে বিশুদ্ধ পানীয়জল এবং রাস্তাঘাটের সমস্যা প্রকট। তিনি নির্বাচিত হলে এই সমস্যা সমাধানে অগ্রাধিকার দেবেন বলে জানান।