বিরোধী জোট নিয়ে নিতীশ কুমারের সঙ্গে আলোচনায় সদলে আজমল

বরাক তরঙ্গ, ১২ মে : বিজেপি বিরোধী শক্তিকে একত্রিত করে ২০২৪ এর  রণকৌশলের প্রস্তুতি নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের সঙ্গে আলোচনায় বসলেন সদলে এআইইউডিএফ সুপ্রিমো সাংসদ বদরুদ্দিন আজমল। নিতীশের আমন্ত্রণে সাড়াদিয়ে শুক্রবার এআইইউডিএফের সুপ্রিমো সাংসদ মওলানা বদরুদ্দিন আজমল এক প্রতিনিধি দলকে নিয়ে পাটনা পৌঁছেন। প্রতিনিধি দলে ছিলেন এআইইউডিএফ সাধারণ সম্পাদক (রাজনৈতিক বিভাগ) তথা সোনাই বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া (সাজু), সাধারণ সম্পাদক সাংগঠনিক তথা মানকাচার বিধায়ক আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক তথা ধুবড়ির বিধায়ক নজরুল ইসলাম।

এ দিন, মুখ্যমন্ত্রীর বাসভবনে আয়োজিত বৈঠকে বিভিন্ন স্তরের আলোচনা সহ অসমের রাজনীতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। আগামী ২০২৪ এর লোকসভা নির্বাচনে নীতিশ কুমারের নেতৃত্বে বিজেপি বিরোধী যে মহাজোট বন্ধন হবে, তাতে এআইইউডিএফ দল থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে। আর আগামীতে এই মহাজোট বন্ধন যে ফর্মুলায় হবে, যেভাবে হবে, যখন যেখানে মহাজোট বন্ধনের সভা বা বৈঠক হবে সেখানে এআইইউডিএফ দল থাকবে। বিজেপি দলকে উৎখাত করতে নীতিশ কুমার ও অন্যান্য বিজেপি বিরোধী শক্তি একত্রিত হয়ে ২০২৪ এর যে প্রস্তুতি নিবে তাতে এআইইউডিএফ বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিরোধী জোট নিয়ে নিতীশ কুমারের সঙ্গে আলোচনায় সদলে আজমল

এ দিন সকাল এগারোটা চল্লিশ মিনিটে পাটনা বিমানবন্দরে পৌঁছামাত্রই এআইইউডিএফ প্রতিনিধি দলকে স্বাগত জানানোর পাশাপাশি সংবর্ধনা জানান বিহার সরকারের মন্ত্রী অশোক চৌধুরী, জেডিইউ দলের সাধারণ সম্পাদক হৃতেশরঞ্জন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বিমানবন্দর থেকে এআইইউডিএফ প্রতিনিধি দল সোজা চলে যান মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনে। সেখানে ঘন্টা দেড়েকের মতো চলে আলোচনা।

বিরোধী জোট নিয়ে নিতীশ কুমারের সঙ্গে আলোচনায় সদলে আজমল

বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অশোক চৌধুরী, জেডিইউ এর সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ লালন সিং, জেডিইউ প্রদেশ কমিটির সভাপতি  রাজীব রঞ্জন। বিজেপি বিরোধী শক্তিকে একত্রিত করে আগামী লোকসভা নির্বাচনের রণকৌশলের প্রস্তুতি নেওয়ায় নিতীশ কুমারকে সাংসদ মওলানা বদরুদ্দিন আজমল ধন্যবাদ জানান।

Author

Spread the News