সদরঘাটে প্রতিমা বিসর্জনে বিধি জারি পুর নিগমের আয়ুক্তের
বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : শিলচর সদরঘাটে প্রতিমা বিসর্জন নিয়ে কঠোর বিধি জারি করলেন পুর নিগমের আয়ুক্ত সৃষ্টি সিং। সোমবার এক আদেশ জারি করেছেন তিনি। নির্দেশ অনুযায়ী, প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বিসর্জন সম্পন্ন করতে হবে। রাতের বেলায় বিসর্জনের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে দুর্গাপূজা ও কালীপূজার মতো বিশেষ উৎসবের সময় পুর কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে, প্রতিটি বিসর্জনের আগে পুর নিগমের পূর্বানুমোদন গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এই বিধির মাধ্যমে প্রশাসন একদিকে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে, অন্যদিকে ধর্মীয় আচার-অনুষ্ঠান যাতে যথাযথভাবে সম্পন্ন হয়, সেদিকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে।
নির্দেশ জারির সময় আয়ুক্ত সৃষ্টি সিং স্পষ্ট বার্তা দেন “সদরঘাট কেবল ধর্মীয় ভক্তির কেন্দ্র নয়, এটি মানুষের জীবনের সঙ্গে সরাসরি যুক্ত একটি জনসমাগমের স্থান। নাগরিক নিরাপত্তার সঙ্গে কোনও আপস করা যায় না। তাই নির্দিষ্ট সময়সীমা ও অনুমোদনের মাধ্যমে আমরা একদিকে ধর্মীয় বিশ্বাস রক্ষা করছি, অন্যদিকে দুর্ঘটনার সম্ভাবনাও রোধ করছি। নিরাপত্তা ও ভক্তি এই দুই-ই সমানভাবে সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব।”