ইন্ডিপেনডেন্স কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক সাদিয়ার

বরাক তরঙ্গ, ২০ আগস্ট : নয়াদিল্লিতে অনুষ্ঠিত অল ইন্ডিয়া ইন্ডিপেনডেন্স কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ আন্ডার-১২ বিভাগের -৪০ কেজি ওজন শ্রেণিতে সোনার পদক জিতে নিল শিলচরের সাদিয়া আক্তার লস্কর। শাহনওয়াজের ফ্লাইংফিট ক্যারাটে অ্যাকাডেমির ব্যানারে বরাকের বিভিন্ন স্কুল থেকে মোট ২০ জন প্রতিযোগী এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও সাদিয়া সবার মধ্যে সেরা হয়।

উল্লেখ্য, মরকজ পাবলিক স্কুলের ছাত্রী সাদিয়া আক্তার টানা চারটি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে হরিয়ানা, পঞ্জাব, সিকিম ও পশ্চিমবঙ্গের প্রতিযোগীদের হারিয়ে শীর্ষে পৌঁছায়।

Spread the News
error: Content is protected !!