বিজেপি সংখ্যালঘু নেতার বস্তায় ভরা লাশ ভেসে উঠল লঙ্গাইয়ে, চাপা উত্তেজনা
বরাক তরঙ্গ, ২৭ অক্টোবর : পা ও কোমরে রশি দিয়ে বাধা ও মুখ ছাড়া বাকি অংশ বস্তায় ভরা নিখোঁজ বিজেপি সংখ্যালঘু নেতার লাশ ভেসে উঠল নদীতে। এ ঘটনায় চাপা উত্তেজনা বিরাজ করছে পাথারকান্দিতে। শুক্রবার দুপুরে পাথারকান্দিতে লঙ্গাই নদীতে ভেসে ওঠে পুইলামণি গ্রামের প্রাক্তন গ্রুপ সদস্য তথা বুথ সভাপতি আব্দুল সাত্তারের নিতর দেহ।
পরিবারের বয়ান মতে গত ২৩ অক্টোবর নবমীর সন্ধ্যায় দলীয় কর্মীদের সঙ্গে বিধায়ক কৃষ্ণেন্দু পালের ঘরে যাওয়ার জন্য বের হয়েছিলেন তিনি। কিন্তু এরপর থেকে আর ঘরে ফেরা হয়নি আব্দুল সাত্তারের। খোঁজখবর নিয়ে কোন সন্ধান না পেয়ে পরদিন তার স্ত্রী নিখোঁজ সংক্রান্ত এক এফআইআর দাখিল করেন পাথারকান্দি থানায়। মামলার পর পুলিশ তদন্তে নেমে সাত্তারের কোন সন্ধান পাইনি। আজ, শুক্রবার নিখোঁজের পাঁচ দিন পর ঘরের পাশে লঙ্গাই নদীতে বস্তা বন্দি তার দেহ ভেসে উঠে।
পরিবারের অভিযোগ আব্দুল সাত্তারকে রাজনৈতিক কারণে তাকে অপহরণ করে হত্যা করা হয়েছে। এবং এ হত্যাকাণ্ডে কয়েকজন কংগ্রেসি লোক জড়িত বলে অভিযোগ তুলেন পরিবারের সদস্যরা। মৃতদেহ উদ্ধারের পর গোটা এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। উপযুক্ত তদন্ত করে এ কাণ্ডে জড়িত থাকা লোকদের শীঘ্রই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন পরিবারের লোকরা।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।