শচিনের রেকর্ড ভেঙে দিলেন বিরাট, ৫০ তম শতরান

১৫ নভেম্বর : বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে গিয়ে ভারত রানের পাহাড় তৈরি করছে। ৪৬ ওভারে দুই উইকেটে ৩৫২ রান করে ভারত। শুধু তা নয়,
এক বিশ্বকাপে সবচেয়ে বেশি ব্যক্তিগত রানের নিরিখে ক্রিকেটের ভগবান শচিন তেন্ডুলকরকে টপকে গেলেন বিরাট কোহলি। এছাড়াও ১০৬ বলে নিজের ৫০তম আন্তর্জাতিক ওয়ান ডে শতরান পূরণ করেন বিরাট কোহলি। এতে এককভাবে সর্বাধিক ওয়ান ডে শতরানের মালিক হয়ে গেলেন কোহলি।

শচিনের রেকর্ড ভেঙে দিলেন বিরাট, ৫০ তম শতরান

উল্লেখ্য, শচিন তেন্ডুলকর ৬৭৩ রান করেছিলেন ২০০৩ সালে। তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন। ২০০৭ সালের বিশ্বকাপে তিনি করেছিলেন ৬৫৯ রান। তালিকায় চতুর্থ ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। গত বিশ্বকাপে (২০১৯ সালে) করেছিলেন ৬৪৮ রান। ছবি সৌজন্যে way2news

Author

Spread the News