শুক্রবার থেকে পালংঘাটে শুরু হচ্ছে গ্রামীণ ফুটবল

বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : সিসিজেসি পালংঘাট এইচএস স্কুল খেলার মাঠে শুরু হচ্ছে গ্রামীণ ফুটবলের আসর। মুন লাইট ক্লাবের ব্যবস্থাপনায় ও কাবুগঞ্জ ইউটোপিয়া এনজিও-র সহযোগিতায় আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পীযূষচন্দ্র দাস স্মৃতি গ্রামীণ ফুটবল টুর্নামেন্ট ২০২৪। বুধবার আয়োজক সংস্থা দু’টির কর্মকর্তারা সাংবাদিক বৈঠক করে বিস্তারিত তুলে ধরেন। তাঁরা জানান, গ্রামীণ প্রতিভাকে প্রাধান্য দিতে মুন লাইট ক্লাবের এ উদ্যোগ। গ্রাম থেকে প্রতিভাবান ফুটবলারদের তুলে আনার উদ্দেশ্যে মুনলাইট ক্লাব প্রয়াস চালিয়ে যাচ্ছে।

গ্রামীন ফুটবলের নিয়মাবলীর কথা তুলে ধরতে গিয়ে মুন লাইট ফুটবল অ্যাকাডেমির কোচ তথা পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন আহমেদ বলেন, ৩২টি দল নিয়ে প্রথমবারের মতো তারা গ্রামীণ ফুটবল আসর ২০২৪ আয়োজন করেছেন। বরাক উপত্যকার যতগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে সেইসব থেকে যদি কোন দল অংশগ্রহণ করতে চায় তাহলে সুযোগ রয়েছে। নিয়মাবলীর মধ্যে আইএফএ এর নিয়মের পরিচালিত খেলা জেলা ক্রীড়া সংস্থার স্বীকৃতিপ্রাপ্ত রেফারিরা পরিচালনা করবেন। প্রতিটি দলে অন্তত সাতজন করে স্থানীয় খেলোয়াড় থাকতে হবে। বহিরাগতদের মধ্যে খেলা চলাকালীন সময়ে চারজনের বেশি খেলতে পারবেন। প্রতিযোগিতার প্রবেশমূল্য ২৫০০ টাকা।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকবে ট্রফি সহ ৩০ হাজার টাকা। দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে ট্রফি সহ ১৫ হাজার টাকা। তাছাড়া অন্যান্য পুরস্কারও রয়েছে প্রতিযোগিতায়। প্রতিযোগিতাকে সুন্দরভাবে পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন লাইট ক্লাব সম্পাদক রশিদ আহমেদ, ইউটোপিয়া এনজিও সম্পাদক ওমর মোহাম্মদ লস্কর, জব্বার হুসেন, সেলিম উদ্দিন জসিম উদ্দিন, হান্নান হুসেন, প্রাক্তন রাজ্য স্তরের খেলোয়াড় জহর রায়, স্পনসরর প্রশান্ত দাস প্রমুখ।

শুক্রবার থেকে পালংঘাটে শুরু হচ্ছে গ্রামীণ ফুটবল
শুক্রবার থেকে পালংঘাটে শুরু হচ্ছে গ্রামীণ ফুটবল

Author

Spread the News