নগ্ন অবস্থায় নদী থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার, পলাতক প্রেমিক
বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : নগ্ন অবস্থায় নদী থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে চাপরি লাইনের লাহোয়ালের বকুল মাজ গ্রামে। বরুণ মুড়া নামে এক যুবকের বিরুদ্ধে এই জঘন্য কাজ করার অভিযোগ আনা হয়েছে। ডিব্রুগড়ের লাহোওয়ালে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রেমিকার সঙ্গে অপকর্ম করে হত্যা করেছে প্রেমিক এমন অভিযোগ।
৯ জানুয়ারি থেকে নিখোঁজ তরুণীর মৃতদেহ ১৩ জানুয়ারি পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা নদী থেকে দেহটি উদ্ধার করেন। মেয়েটির আঘাত স্পষ্ট ছিল। হত্যাকারী এখনও পলাতক। জানা গিয়েছে, অভিযুক্তের সঙ্গে প্রণয় সম্পর্ক ছিল। খুনি এখনও পলাতক। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
স্থানীয় জনগণ নদীতে থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার করা হল। তরুণীর শরীরে আঘাতের চিহ্ন। ঘাতক মুড়া পলাতক রয়েছে।
