রেল মানচিত্রে আইজল, সম্পন্ন ট্রায়াল রান

বরাক তরঙ্গ, ৪ মে : রেল মানচিত্রের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য চতুর্থ উত্তর-পূর্বের রাজধানী হতে চলেছে আইজল। ভারতীয় রেলওয়ে তার প্রথম ট্রায়াল রান আইজলের সাইরাং পর্যন্ত সম্পন্ন করেছে।

স্বাধীনতার ৭৭ বছর পর এই প্রথম রেল মিজোরামের সাইরাং স্টেশনে পৌঁছেছে। যা এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এবং মিজোরামের অগ্রগতির জন্য নতুন পথ খুলেছে। অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যগুলির সঙ্গে মিজোরামের সম্পর্ক আরও দৃঢ় করবে।

রেল মানচিত্রে আইজল, সম্পন্ন ট্রায়াল রান
Spread the News
error: Content is protected !!