রুকনি ইস্ট জিপির বন্যা কবলিত এলাকা পরিদর্শন জিপি সভাপতির

দিলবার হোসেন, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : কয়েক দিনের টানা ভারী বর্ষণে ধলাইয়ের বিস্তীর্ণ অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। জলমগ্ন হয়ে পড়েছে ধানক্ষেত সহ শতাধিক বসতবাড়ি। হঠাৎ এই বন্যার জলে বিপুল পরিমাণ ধানক্ষেত ধ্বংস হওয়ায় কৃষকদের মধ্যে নেমে এসেছে হাহাকার। বিশেষ করে রুকনি ইস্ট গ্রাম পঞ্চায়েতের এলাকায় ক্ষতির চিত্র সবচেয়ে বেশি স্পষ্ট হয়েছে। দিনরাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে ধান চাষ করলেও ফলনের আগেই বন্যার জলে ফসল তলিয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষককূল।

রুকনি ইস্ট জিপির বন্যা কবলিত এলাকা পরিদর্শন জিপি সভাপতির

হতদরিদ্র কৃষকরা কীভাবে এই ক্ষতি সামলাবেন তা নিয়ে দিশেহারা। এই প্রেক্ষাপটে মঙ্গলবার রুকনি ইস্ট গ্রাম পঞ্চায়েতের সভাপতি যিষ্ণু রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। দলের সঙ্গে ছিলেন জিপির ১০ নম্বর গ্রুপের সদস্য সাজুল হক বড়ভূইয়া সহ অন্যান্যরা। তাঁরা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে দেখা করে তাদের দুর্দশার খোঁজখবর নেন এবং পাশে থাকার আশ্বাস দেন। প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হবে। পাশাপাশি, সরকারি অনুদান মঞ্জুর করার দাবিতে খুব শীঘ্রই সোনাই সার্কল অফিসারের কাছে একটি স্মারকপত্র প্রদান করবেন বলে জানিয়েছেন জিপি সভাপতি জিষ্ণু রায়। এ বিষয়ে তিনি বলেন, “কৃষকদের এই দুর্দশা আমাদের সকলের দুর্দশা। তাঁদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চেষ্টা করছি যাতে খুব দ্রুত ক্ষতিগ্রস্তরা সরকারী সহায়তা পান।” স্থানীয় বাসিন্দারা আশা করছেন, সরকারের সক্রিয় হস্তক্ষেপে ক্ষতিগ্রস্ত কৃষকরা অন্তত কিছুটা স্বস্তি পাবেন।

এদিন উপস্থিত ছিলেন মফিজুল হক বড়ভূইয়া, কামরুল ইসলাম বড়ভূইয়া, জামাল লস্কর, হাফিজুর রহমান বড়ভূইয়া, তাজ উদ্দিন চৌধুরী, লুৎফুর রহমান বড়ভূইয়া, নাসিমুল বড়ভূইয়া সহ অন্যান্যরা ।

Spread the News
error: Content is protected !!