রুবি ওয়াইন শোপ স্থানান্তরের দাবিতে আশ্রম রোডে বিশাল নাগরিক সভা

বরাক তরঙ্গ, ২৫ মে : শিলচর আশ্রম রোড এলাকর বিতর্কিত রুবি ওয়াইন শোপ স্থানান্তরের দাবিতে ফের সরব হলেন বৃহত্তর আশ্রম রোড এলাকার জনগণ। রবিবার স্থানীয় কীর্তনের মাঠে আশ্রম রোড কীর্তন কমিটির উদ্যোগে এক বৃহৎ নাগরিক সভার আয়োজন করা হয়। সভায় এদতঞ্চলের অসংখ্য মানুষ উপস্থিত থেকে রুবি ওয়াইন শোপ স্থানান্তরের দাবিতে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে এলাকার বিশিষ্ট বুদ্ধিজীবী সহ বিভিন্ন বক্তারা বলেম, রুবি ওয়াইন শোপ নিয়ে বিগত দিনেও নানা বিতর্ক বেধে ছিল। জনবহুল এলাকায় থাকা রুবি ওয়াইন শোপে নিত্যদিনের ভিড়ে স্থানীয়রা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। শহর তথা শহরতলীর বিভিন্ন এলাকা থেকে মানুষ সন্ধ্যায় রুবি ওয়াইন শপে উপস্থিত হয়ে মদ্যপান করে এলাকার পরিবেশকে নোংরা করে তুলেছে। এই পরিস্থিতিতে স্থানীয় মহিলা ও যুবতীরা রাস্তায় চলাফেরা করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। শুধু তাই নয়, রুবি ওয়াইন শোপের রমরমা ব্যবসায় এলাকার তরুণ প্রজন্ম থেকে শুরু করে প্রবীণরাও অন্ধকারে ডুবে যাচ্ছে।

এলাকার বিতর্কিত রুবি ওয়াইন শপ স্থানান্তরের দাবিতে এলাকার জনগণ বার কয়েক বিভিন্ন সভা-সমিতির মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন, কিন্তু আজ পর্যন্ত সমস্যার সুরাহা হয়নি। ফলে ফের এলাকার জনগণ সরব হয়ে রবিবার বৃহৎ নাগরিক সভার মাধ্যমে নানা পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামীতে স্থানীয়রা রুবি ওয়াইন শোপ স্থানান্তরের দাবিতে স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন।যদি এরপরও সমস্যার সুরাহা না হয় তাহলে আগামীতে বৃহৎ এলাকার জনগণ তাদের দাবি আদায়ে বৃহৎ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে পিছ পা হবেন না বলে এদিন কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

রুবি ওয়াইন শোপ স্থানান্তরের দাবিতে আশ্রম রোডে বিশাল নাগরিক সভা

এদিন আশ্রম রোড কীর্তন কমিটির সভাপতি অনন্ত দাস, বিধায়ক নিহার রঞ্জন দাস, কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ পাল, কাছাড় জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বিমলেন্দু রায়, সূর্য কান্ত সরকার, নিশিকান্ত সরকার, অঞ্জন চৌধুরী, শচীন্দ্র দাস, শিলচর বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মিত্র, কুলেন্দ্র চন্দ্র দাস, শৈলেন দাস, সুকুমার দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

রুবি ওয়াইন শোপ স্থানান্তরের দাবিতে আশ্রম রোডে বিশাল নাগরিক সভা
Spread the News
error: Content is protected !!