পাঁচদিনের কর্মসূচি নিয়ে শুক্রবার গুয়াহাটিতে আরএসএস প্রধান ভাগবত

২১ ফেব্রুয়ারি : পাঁচদিনের সাংগঠনিক সফরে আজ শুক্রবার গুয়াহাটি আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক ড. মোহন ভাগবত। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূৰ্তির পরিপ্ৰেক্ষিতে ভারতের বিভিন্ন প্ৰান্তে চলমান সফরের অংশ হিসেবে সরসংঘচালক ড. ভাগবতের অসম সফর।

সংঘের উত্তর অসম প্রান্ত প্রচারপ্রমুখ কিশোর শিবম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য দিয়ে জানিয়েছেন, আজ বিকালে গুয়াহাটির বড়ঝাড়ে লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সোজা বড়বাড়িতে অবস্থিত সংঘের সদর দফতর ‘সুদর্শনালয়’-এ চলে যাবেন সরসংঘচালক। কিশোর শিবম জানান, সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে সাংঠনিক কাজকৰ্মের সম্প্রসারণ, সংকল্প সহ ‘শাখা’র মাধ্যমে সমাজে পরিবর্তনের মতো বিষয় নিয়ে প্রবীণ স্বয়ংসেবকদের নিয়ে বৈঠক করবেন ড. ভাগবত।

অসম প্রান্ত প্রচারপ্রমুখ জানান, ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ড. মোহন ভাগবত আইআইটি গুয়াহাটিতে আয়োজিত রাষ্ট্র সেবিকা সমিতির এক বৈঠকে অংশগ্ৰহণ করবেন। পরের দিন ২৩ ফেব্রুয়ারি সকাল সাতটায় ড. মোহন জি সাউকুচিতে সাউথ পয়েন্ট হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত কয়েক হাজার স্বয়ংসেবকের উপস্থিতিতে এক বৌদ্ধিক সমারোহে বক্তব্য পেশ করবেন। এছাড়া এই সফরকালে সরসংঘচালক মোহন সংঘের প্রচারকদের পাশাপাশি আরও কয়েকটি সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন।

পাঁচদিনের কর্মসূচি নিয়ে শুক্রবার গুয়াহাটিতে আরএসএস প্রধান ভাগবত

অসমের কার্যক্রম শেষে ২৬ ফেব্রুয়ারি সকালে তিনি অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সংঘের উত্তর অসম প্রান্ত প্রচারপ্রমুখ কিশোর শিবম।

Author

Spread the News