কনকপুরে বাড়ির সামনের রাস্তা থেকে রয়্যাল এনফিল্ড বাইক চুরি

বরাক তরঙ্গ, ২৭ জুলাই : শিলচর শহরের কনকপুর এলাকায় ঘটে গেল বাইক চুরির ঘটনা। বাড়ির সামনের রাস্তা থেকে চুরি হয়ে যায় একটি  রয়্যাল এনফিল্ড মডেলের বাইক। বাইকের মালিক শিলচর থানার অন্তর্গত ককনকপুর দ্বিতীয় খণ্ডের মজুমদার লেনের বাসিন্দা সামসের উদ্দিন। তিনি রঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে একটি লিখিত এফআইআর দায়ের করেছেন।

অভিযোগপত্র অনুযায়ী, শুক্রবার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিট নাগাদ তিনি তার ব্যক্তিগত Royal Enfield Meteor 350 বাইকটি (নম্বর AS-11-Z-3019) তার বাড়ির সামনের রাস্তায় যথারীতি তালা মেরে করে ঘুমাতে যান। কিন্তু শনিবার সকাল ৬টা ৩০ মিনিট নাগাদ ঘুম থেকে উঠে দেখতে পান বাইকটি জায়গায় নেই। তিনি আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করলেও কোথাও বাইকটির সন্ধান পাননি।

Spread the News
error: Content is protected !!