বিশ্ব হৃদয় দিবস উদযাপন উপলক্ষে রোটারি গ্রেটারের স্বাস্থ্য শিবির বৃদ্ধাশ্রমে

বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : বিশ্ব হৃদয় দিবস উপলক্ষে রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের উদ্যোগে গত শনিবার জীবন দীপ বৃদ্ধাশ্রমে বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এদিন বৃদ্ধাশ্রমের আবাসিকদের বিনামূল্যে ইসিজি পরীক্ষা করা হয় এবং বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ তীর্থঙ্কর রায় তাদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

ক্লাবের সভাপতি ডাঃ রজত দেবের তত্ত্বাবধানে আয়োজিত এই শিবিরে ইসিজি পরীক্ষা করেন স্বাস্থ্যকর্মী মান্না দাস ও স্বাস্থ্যকর্মী দিলু দাস। উপস্থিত ছিলেন ক্লাবের বিদায়ী সম্পাদিকা ডাঃ জুরি শর্মা, শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারেনটেন্ডেন্ট ডাঃ দেবো কুমার চক্রবর্তী, সমাজকর্মী সুবির ধর, বৃদ্ধাশ্রমের পক্ষে সুরবিতা দত্ত প্রমুখ উপস্থিত থেকে উক্ত চিকিৎসা শিবির কে সফল করে তুলেন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের অন্যান্য কর্মকর্তা রোটারিয়ান ডাঃ জুরি শর্মার শাশুমা তথা ডাঃ দেবো কুমার চক্রবর্তীর মা জয়ন্তী দেবী-র ৮০তম জন্মদিন বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে কেক কেটে পালন করা হয়। একই সঙ্গে আবাসিকদের হাতে প্রদান করা হয় কিছু প্রয়োজনীয় সামগ্রী। রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের এই উদ্যোগ শুধু স্বাস্থ্যসেবা নয়, সমাজের প্রবীণ নাগরিকদের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো।

Spread the News
error: Content is protected !!