শিলচরে বিশ্ব পোলিও দিবস পালন রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ডের

বরাক তরঙ্গ, ২৫ অক্টোবর : বিশ্ব পোলিও দিবস উপলক্ষে বিভিন্ন কার্যসূচির আয়োজন করল রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড শিলচর। স্থানীয় এক হোটেলে আয়োজিত সভায় পোলিও রোগ নির্মূলের উপর আলোচনা করেন বিভিন্ন বক্তারা। এছাড়াও এদতঞ্চলের বিভিন্ন শিশুকে পোলিও প্রতিষেধক টিকা প্রদানের আহ্বান জানিয়েছেন তাঁর। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, ক্লাবের প্রত্যেক সদস্যদের যৌথ উদ্যোগে গোটা বিশ্বে এধরনের টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়েছে। পোলিও সম্পর্কে জনগণকে স্বচেতন করতেই ক্লাব এই প্রচেষ্টা হাতে নিয়েছে। যদিও পোলিও রোগটি বর্তমানে বিলুপ্ত হতে চলেছে। কিন্তু প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তান ও নাইজেরিয়াতে রোগটি অনেকের মধ্যে পরিলক্ষিত হয়েছে। ফলে ভাইরাস জনিত এই রোগটি দেশে ফিরে আসতে বেশি সময় লাগবে না। তাই এই পোলিও প্রতিরোধে ভ্যাকসিনেশন ক্যাম্প চালিয়ে যেতে না পারলে হয়তো আগামী দিনে সেটা দেশে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ক্লাবের কর্মকর্তারা। ফলে রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড এবং রোটারি ইন্টারন্যাশনালের লক্ষাধিক সদস্যদের উদ্যোগে বিশ্বজুড়ে “বিশ্ব পোলিও দিবস” উপলক্ষে ভ্যাকসিনেশন ক্যাম্প চালানো হচ্ছে। দিনটিকে যাতে সবাই মহত্ত্ব দেয় এবং ক্যাম্পগুলো যাতে সুন্দরভাবে চলে সে সম্পর্কে জনগণকে স্বচেতন করতেই দিবসটি পালন করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা। যদিও ভারতে পোলিওর কোনও মামলা সামনে আসেনি এখনও। তথাপি পোলিও রোগটি যতদিন পৃথিবীর বুক থেকে বিলুপ্ত না হয় ততদিন পর্যন্ত ভ্যাকসিনেশন ক্যাম্প চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ক্লাবের সদস্যরা। দেশে পোলিও নেই বলে যে সবাই নিরাপদ আছে সেটা ভাবলে চলবে না। এই রোগটির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া সকলের দায়িত্ব।

রোটারিয়ানরা এখন পর্যন্ত ২ বিলিয়ন ইউএস ডলার নিজের পকেট থেকে খরচ করেছেন বলেই গোটা বিশ্বে পোলিও ভ্যাকসিনটি বিনামূল্যে দেওয়া হচ্ছে। এবছরও ক্লাব ৫০ হাজারের বেশি অর্থ পোলিও ফান্ডে প্রদান করেছে। শিলচরে আয়োজিত পোলিও ভ্যাকসিনেশন ক্যাম্পে ৫ বছর বয়সের প্রত্যেক শিশুকে পোলিও টিকাকরণ প্রদান করতে অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ক্লাবের কর্মকর্তারা।

এদিন রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড শিলচরের সভাপতি রোটারিয়ান ডাঃ অমিত কালোয়ার, সম্পাদক ধিরাজ জৈন, ডাঃ প্রসেনজিৎ ঘোষ, বিশ্বজিৎ বনিক, রঞ্জিত ভট্টাচার্য, অজয় আগরওয়াল, মঞ্জরী বর্মা, অমলেন্দু বসাক, মধুমিতা পাল, দেবশ্রী বনিক ও রাজু দেব সহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Author

Spread the News