রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান
বরাক তরঙ্গ, ২৭ জুলাই : আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন রোটারি ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট ৩২৪০ এর অন্তর্ভুক্ত রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের অষ্টম দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান রবিবার স্থানীয় কাছাড় ক্লাবে সাড়ম্বরে আয়োজন হয়। ইনস্টলেশন চেয়ারম্যান রোটারিয়ান বুধমল বৈদের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় ক্লাবের ২০২৪-২৫ এর বিদায়ী সভাপতি রোটারিয়ান জয়জিৎ বিশ্বাস অনুষ্ঠানিকভাবে ২০২৫-২৬ রোটারি বর্ষের নতুন সভাপতি রোটারিয়ান রজত দেবের নেতৃত্বাধীন কমিটির কর্মকর্তাদের হাতে দায়িত্বভার সমঝে দেন।
বিদায়ী সভাপতি রোটারিয়ান জয়জিৎ বিশ্বাস জানান, সমাজের স্বার্থে দীর্ঘদিন ধরে ক্লাব যে সমস্ত কাজ চালিয়ে যাচ্ছে, নতুন সভাপতি সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি আগামীতে নতুন সভাপতির হাত ধরে আরও অনেক নতুন প্রকল্প বাস্তবায়ন হবে বলে বলে আশা প্রকাশ করেছেন তিনি। রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের সদস্যরা তাঁর সঙ্গে আছেন। আগামী দিনের পথ চলা নিয়ে নতুন সভাপতি সহ তাঁর গোটা টিম মেম্বারদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

এদিকে, আগামী এক বছরের জন্য ক্লাবের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে এদিন গ্রহণ করেন রোটারিয়ান রজত দেব। পরে সংবাদ মাধ্যমকে জানান, আগামী দিনগুলোতে তিনি যেসব কাজ করবেন তা শিলচর এবং শিলচরের জনগণের স্বার্থেই করবেন। ক্লাবের সবাই মিলে যেভাবে এতবড়ো গুরুদায়িত্ব দিয়েছেন, তা তিনি পালন করার আপ্রাণ চেষ্টা করবেন বলেও জানিয়েছেন। পাশাপাশি আগামী দিনের কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন ক্লাবের নবনির্বাচিত সভাপতি।

ক্লাবের অষ্টম দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান ডিস্ট্রিক্ট ৩২৪০ গভর্নর কমলেশ্বর সিং ইলাংবাম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর নিলেশ আগরওয়াল এবং অ্যাসিস্ট্যান্ট গভর্নর জোন ১৫ বিশ্বজিৎ বণিক। ইনস্টোলেশন কো চেয়ারম্যান মুলচাঁদ বৈদ। রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের নবনির্বাচিত সভাপতি রোটারিয়ান রজত দেবের নেতৃত্বাধীন কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সস্পাদকের দায়িত্বে রয়েছেন সম্পাদক রোটারিয়ান অভিজিৎ পাল, সভাপতি ইলেক্ট রোটারিয়ান মনোজ জৈন (জুনিয়র), সহ-সভাপতি রোটারিয়ান দিলীপ বিনায়ক, রোটারিয়ান দেবজ্যোতি ঘোষ ও রোটারিয়ান মঙ্গিলাল সোরানা, যুগ্ম সম্পাদক রোটারিয়ান অরিজিত বিশ্বাস ও রোটারিয়ান মনোজ জৈন (সিনিয়র), কোষাধ্যক্ষ রোটারিয়ান পোলক দাস, এডিটর রোটারিয়ান রিচা দত্ত। এছাড়াও বিভিন্ন উপ সমিতির চেয়ারম্যানরা হলেন ফাউন্ডেশন চেয়ার রোটারিয়ান বুধমল বৈদ, ক্লাব এডমিনিস্ট্রেটর রোটারিয়ান সুভাষ ধর, সার্ভিস ডাইরেক্টর রোটারিয়ান সোমজিৎ বিশ্বাস, মেম্বারশিপ ডেভেলপমেন্ট রোটারিয়ান মির্তুজয় শর্মা, ইয়ুথ সার্ভিস রোটারিয়ান দেবজ্যোতি দেব, লিটিরেসি রোটারিয়ান রাজা ভট্টাচার্য, ইউনস রোটারিয়ান লালিত ভর্মা, পাবলিক ইমেজ চেয়ারম্যান রোটারিয়ান মুলচাঁদ বৈদ। অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের দু’টি সমবেত নৃত্য সকলের নজর কেড়েছে। বিদায়ী সস্পাদিকা রোটারিয়ান ডাঃ জুরি শর্মা ক্লাবের ২০২৪-২৫ সালের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে বিস্তারিত তথ্য সকলের সামনে সুন্দর ভাবে তুলে ধরেন।
কমিটির দায়িত্ব গ্রহণের পর উপস্থিত অতিথিদের উপস্থিততে আনুষ্ঠানিকভাবে কাছাড় ক্যান্সার হাসপাতালকে দশ লক্ষ প্রদান করা হয়। পদ্মশ্রী ডাঃ রবি কান্নান চেক গ্রহণ করেন। এছাড়াও টিবি মুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে কুড়িজন টিবি রোগীর পুষ্টিকর খাদ্যের জন্য ৩ হাজার করে জেলা স্বাস্থ্য বিভাগের হাতে মোট ৬০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
এছাড়া সারা বছর বিভিন্ন রোটারি প্রকল্পে সহায়তা করার জন্য রোটারি আরসিসি দিব্যাঙ্গ সেবাকেন্দ্র, সক্ষমের সম্পাদক মিঠুন রায় ও যুবদর্পনকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত রোটারি ক্লাব অব গ্রিনল্যাণ্ড, শিলচর, বর্ডার ল্যান্ড করিমগঞ্জ, বিল্ডার অ্যাসোসিয়েশন, মারোয়ারি যুব মঞ্চের কর্মকর্তাদের সম্মাননা জানান বিদায়ী সভাপতি রোটারিয়ান জয়জিৎ বিশ্বাস। ক্লাবের ম্যাগাজিন এডিটর রোটারিয়ান রিচা দত্তের সস্পাদনায় ক্লাবের বার্ষিক ম্যাগাজিন উপস্থিত অতিথিদের হাত দিয়ে উন্মোচন করা হয়।