রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরে রাখি বন্ধন উদযাপন

বরাক তরঙ্গ, ১০ আগস্ট : শিলচরের ক্যাপিটেল পয়েন্ট ক্লাব হাউসে আনন্দঘন পরিবেশে রাখি বন্ধন উৎসব উদযাপন করল রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর। এদিন ক্লাবের মহিলা সদস্যারা অন্যান্য সদস্যদের হাতে রাখি বেধে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করেন। অনুষ্ঠানে সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে। রাখি বন্ধনের তাৎপর্য ও এর সামাজিক মূল্যবোধ নিয়েও আলোচনা হয়।

উৎসবের শেষে সকলেই একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ ভাগাভাগি করেন। রোটারি ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের সামাজিক ও সাংস্কৃতিক উদযাপন শুধু সম্পর্কের বন্ধন মজবুত করে না, বরং সমাজে সম্প্রীতি ও ঐক্যের বার্তা পৌঁছে দেয়।

Spread the News
error: Content is protected !!