উধারবন্দে সড়ক অবরোধ আশা কর্মী ও রন্ধনকর্মীদের
বরাক তরঙ্গ, ৯ জুলাই : সর্বভারতীয় সাধারণ ধর্মঘটকে সফল করতে আশা কর্মী ও রন্ধনকর্মীরা সামিল হলেন। বুধবার সকাল ১১ টায় উধারবন্দ প্রাথমিক চিকিৎসালয়ের সামনে আশা কর্মী ও রাধুনীর যৌথ উদ্যোগে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন কৃষক সহ বিভিন্ন ক্ষেত্রের সংগঠনের আহ্বানে সর্বভারতীয় সাধারণ ধর্মঘট সফল করার উদ্দেশ্যে জাতীয় সড়ক অবরোধ করেন। এদিন ১৭ দফা দাবি নিয়ে বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে সর্বভারতীয় সাধারন ধর্মঘট ও চাকা বন্ধের ডাক দেওয়া হয়।
এদিন ছোট দুধ পাতিল ও শালগঙ্গা টিকল মডেল হাসপাতালে ও আশা কর্মীরা প্রতিবাদ সাব্যস্ত করেন।