সোনাইয়ে সেমিতে রাইজিং রে ও ধনিপুর

বরাক তরঙ্গ, ২০ আগস্ট : সোনাইয়ে বাসারত আলি এবং নিজাম উদ্দিন স্মৃতি প্রাইজমানি ফুটবলে সেমিফাইনালে উঠল রাইজিং রে ফাউন্ডেশন। মঙ্গলবার সোনাইয়ের নিত্য গোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে তীব্র প্রতিদ্বন্দিতা পূর্ণ কোয়ার্টার ফাইনালে তারা ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে দেয় হাতিখাল ইলেভেন স্টার ক্লাবকে। রাইজিং-এর পক্ষে তিন মিনিটে প্রথম গোল করেন জিয়াকম। এরপর ৩৩ মিনিটে ফিরকন এবং ৫৩ মিনিটে দলের শেষ গোলটি করেন ক্রিশ। হাতিখালের পক্ষে একমাত্র গোলটি করেছেন বিমা। ১২ মিনিটে। ম্যাচে দূরন্ত প্রদর্শন করেছেন রাইজিং এর মিডিও ক্রিশ। ১ গোল করা ছাড়াও আরও একটি গোলের ক্ষেত্রে অবদান রেখেছেন তিনি। সেইসঙ্গে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন। তাঁর হাতে পুরস্কার তুলে দিয়েছেন নাজির হুসেন লস্কর।

সোনাইয়ে সেমিতে রাইজিং রে ও ধনিপুর
ধনিপুরের সানটাইর হাতে পুরস্কার তুলে দিয়েছেন অধ্যাপক আব্দুল মতিন লস্কর

এ দিকে, সোমবার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোয়ার্টার ফাইনালে তারা টাইব্রেকারে হারায় বাম ডেভেলপমেন্ট ক্লাবকে, ৪-৩ গোলের ব্যবধানে। নির্ধারিত সময়ে ফল ছিল গোলশূন্য ড্র। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ধনিপুরের সানটাই। ম্যাচ শেষ হওয়ার পর তার হাতে পুরস্কার তুলে দিয়েছেন এমসিডি কলেজের অধ্যাপক আব্দুল মতিন লস্কর। খেলা পরিচালনা করেছেন সামিম আহমেদ। সহকারী ছিলেন নজরুল আলম, শহীদ চৌধুরী ও আবু আব্বাস। প্রথম সেমিফাইনাল ম্যাচ হবে বৃহস্পতিবার।

সোনাইয়ে সেমিতে রাইজিং রে ও ধনিপুর
সোনাইয়ে সেমিতে রাইজিং রে ও ধনিপুর
সোনাইয়ে সেমিতে রাইজিং রে ও ধনিপুর

Author

Spread the News