সোনাইয়ে জয়ী রিপন এফসি
শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ৫ আগস্ট : সোনাই ওপেন প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে ১-০ গোলে জয়ী হল রিপন এফসি সোনাই আঞ্চলিক। মঙ্গলবার সোনাই ফুটবল অ্যাকাডেমির পরিচালনায় ও এনজিও প্যারাডাইস এবং মুন্না লস্করের সৌজন্যে ওপেন প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে তারা হারায় কাজিডহর এফসি-কে।
খেলায় জয়সূচক গোল করেন ধ্রুব। তিনি ২৫ মিনিটে কাজিডহরের জাল কাঁপিয়ে দেন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তাঁর হাতে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন জেলা পরিষদ সদস্য সাহিন আহমদ লস্কর ও প্রাক্তন খেলোয়াড় কেএম বাপ্পন। খেলা পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, হোসেন আহমেদ, সাহিদ চৌধুরী ও টিটু লস্কর। আগামীকাল কোন খেলা নেই।