সোনাইয়ে জয়ী রিপন এফসি
শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২২ জুলাই : সোনাইয়ে ওপেন প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র পেল রিপন এফসি। মঙ্গলবার তারা ৩-১ গোলে হারিয়েছে নর্থ হাওয়াইথাংকে। সোনাই ফুটবল অ্যাকাডেমির পরিচালনায় নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে আয়োজিত খেলায় প্রথম গোল করেন ৩৯ মিনিটে ফুলমুন। ৪৫ মিনিটে গোলের সংখ্যা বাড়িয়ে দেন বাপ্পন। ৪৬ মিনিটে গোলের ব্যবধান ধরান রিউবার লালরুইথ্লুংগা। লড়াই করলেও ম্যাচ সমতায় ফেরাতে পারেনি নর্থ হাওয়াইথাং। ৫৭ মিনিটে পাওধন শিল্ড জয় নিশ্চিন্ত করেন।
খেলার সেরা পুরস্কার পান রিপন এফসির ফুলমুন। তাঁর হাতে হাজি রবিজুল হক স্মৃতি পুরস্কার তুলে দেন সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম।
এ দিন খেলা পরিচালনা করেন শামিম আহমদ বড়ভূইয়া, ইজাজ আহমেদ, সাহিদ আহমদ চৌধুরী ও হোসেন আহমদ। আগামীকাল খেলবে এমসিডি কলেজ সোনাই ও ডোন্ট মিস দ্য অ্যাকশন।