রাঙ্গিরখাড়িতে দোকানের সাটার ভেঙে পলায়ন বাহনের

বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : রহস্যজনক ভাবে একটি বাহন শহরের প্রতিষ্ঠিত একটি মিষ্টির দোকানের সাটার ভেঙে পালিয়ে যায়। বাহনের ধাক্কায় দোকানের ভেতরে থাকা প্রচুর পরিমাণে মিষ্টি নষ্ট হয়েছে। ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে। শিলচর রাঙ্গিরখাড়ি এলাকায় সংঘটিত ঘটনার সমস্ত দৃশ্য সিসিটিভি ক্যামরায় বন্দী হয়েছে। ভিডিওতে দেখা গেছে, প্রথমে ৪জন যুবক একটি বাহন নিয়ে দোকানের সামনে উপস্থিত

রাঙ্গিরখাড়িতে দোকানের সাটার ভেঙে পলায়ন বাহনের

হয়। এরপর বাহন থেকে নেমে ৪জন যুবক নেশা পান করে। কিছুক্ষণ পর আরও দুজন যুবক একটি সুইফ্ট ডিজেয়ার বাহনটি ইউ টার্ন নিয়ে মিষ্টির দোকানে ধাক্কা মারে। এ ঘটনার পর দুটি বাহন নিয়ে যুবকরা পালিয়ে যায়। কিন্তু এই ঘটনার আড়ালে কি উদ্দেশ্য ছিল তা এখনও জানা যায়নি। তবে পুলিশ এনিয়ে নিয়ে তদন্ত শুরু করেছে।

রাঙ্গিরখাড়িতে দোকানের সাটার ভেঙে পলায়ন বাহনের
রাঙ্গিরখাড়িতে দোকানের সাটার ভেঙে পলায়ন বাহনের
Spread the News
error: Content is protected !!