আরজি কর কাণ্ড : মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে মৌন মিছিল মহিলাদের

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : আরজি কর ঘটনার জেরে দেশজুড়ে চলছে প্রতিবাদ। তারই রেশ আছড়ে পড়েছে সীমান্ত জেলা করিমগঞ্জের পাথারকান্দি বিধানসভার কেন্দ্রের প্রত্যন্ত এলাকার বাজারিছড়া ও লোয়াইরপোয়া এলাকায়। শনিবার সন্ধ্যার পর গ্রামীণ মহিলা সংগঠন উদয়ন সিএলএফের উদ্যোগে এক মৌন মিছিল বের হয় লোয়াইরপোয়াতে। মৌন মিছিলে প্রায় চার শতাধিক মহিলা অংশ নেন।শিবেরগুল অর্জুন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা থেকে মিছিলের সূচনা হয়।

প্রত্যেক মহিলা তাঁদের হাতের মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে গোটা রাজপথ পরিক্রমা করেন। পরে লোয়াইরপোয়া মোটর স্ট্যান্ডে পৌঁছে সমাপ্ত হয় সুবিশাল মিছিল। তাঁদের কথায় পশ্চিমবঙ্গে সংঘটিত মহিলা চিকিৎসকের উপর নৃশংস ঘটনায় আমরা বাকরুদ্ধ। তরুণী চিকিৎসককে গণ ধৰ্ষণ পরব‌র্তীতে হত্যা করার ঘটনায় নিন্দা ও ধিক্কার জানান সবাই।

উদয়ন সিএলএফের সভানেত্রী স্বপ্না সিনহা, মহিলা নেত্রী তথা ব্যাঙ্ক মিত্র সম্পা চক্রবর্তী, উদয়ন সিএলএফের সাধারণ সম্পাদিকা মায়ারানি পাল, লোয়াইরপোয়া জিপির প্রাক্তন সভানেত্রী বর্ণালী সিনহা, গেরুয়া দলের নেত্রী তথা প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা সোনালী চৌধুরী, জীবিকা সখী বাবলি ধর, রীমা ভট্টাচাৰ্য, সন্ধ্যা সিনহা, জীবিকা সখী বিমলা সিনহা, গীতা পাশী প্রমুখ। তাঁরা দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।

আরজি কর কাণ্ড : মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে মৌন মিছিল মহিলাদের
আরজি কর কাণ্ড : মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে মৌন মিছিল মহিলাদের

Author

Spread the News