রাধামাধব কলেজে ন্যাক মূল্যায়ন প্রসঙ্গে পর্যালোচনা সভা

বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : ন্যাক (NAAC) মূল্যায়ন প্রতিবেদন এবং এর ফলাফল নিয়ে এক পর্যালোচনা সভা শুক্রবার সকাল ১১টায় রাধামাধব কলেজের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এই সভায় ন্যাক পিয়ার টিমের মূল্যায়ন প্রতিবেদন এবং এর ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কলেজের প্রিন্সিপাল ইনচার্জ তথা ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. অরুন্ধতী দত্ত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কলেজের সফলতা ও দুর্বলতার ক্ষেত্রগুলি চিহ্নিত করে, উন্নতির জন্য কর্মপরিকল্পনা নির্ধারণ করা নিয়ে ন্যাকের সুপারিশ উপস্থাপন করা হয়। সেই সঙ্গে এর বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্ব সহ আলোচনা করা হয়। 

সভার শুরুতে ন্যাক পিয়ার টিম কর্তৃক কলেজের মূল্যায়নের প্রতিবেদন সবার সামনে তুলে ধরেন কলেজের আইকিউএসি (IQAC) কো-অর্ডিনেটর ড. সোনালী চৌধুরী। সভায় উপস্থিত কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা এ বিষয়ে তাঁদের নিজেদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।

উল্লেখ্য, গত ২৯ ও ৩০ নভেম্বর কলেজের ন্যাক মূল্যায়ন হয়। এতে ন্যাক পিয়ার টিমের চেয়ারপার্সন হিসাবে ছিলেন প্রফেসর সুধীর এসভি, মেম্বার কো-অর্ডিনেটর ডঃ জয়প্রকাশ কে ও সদস্য হিসাবে উপস্থিত ছিলেন ড. পিএস সানমুগা ভূপতি। প্রসঙ্গত এই ন্যাক পিয়ার টিম সামগ্রিক মূল্যায়নের নিরিখে রাধামাধব কলেজকে বি গ্রেড প্রদান করেছে।

রাধামাধব কলেজে ন্যাক মূল্যায়ন প্রসঙ্গে পর্যালোচনা সভা

এদিনের সভায় অন্যান্যদের মধ্যে কলেজের উপাধ্যক্ষ ড. রাহুল চক্রবর্তী, কলেজের অবসরপ্রাপ্ত অধ‍্যক্ষ যথাক্রমে ড. পিআর দেব, ড. পিকে সিনহা ও ড. অসীমা রায়, আইকিউএসি-র দুই সহকারী কো-অর্ডিনেটর ড. অরুণাভ ভট্টাচার্য ও ড. স্বর্ণালী রায় চৌধুরী সহ কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা, অফিস ও লাইব্রেরি বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত সভার শেষে কলেজে ন্যাক মূল্যায়নটি সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য শিক্ষক, অফিস ও লাইব্রেরি কর্মচারী, কলেজ প্রাক্তনী সহ ন্যাক মূল্যায়নের কাজে জড়িত সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রিন্সিপাল ইনচার্জ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী ও আইকিউএসি-র কো-অর্ডিনেটর ড. সোনালি চৌধুরী।

রাধামাধব কলেজে ন্যাক মূল্যায়ন প্রসঙ্গে পর্যালোচনা সভা

Author

Spread the News