গুয়াহাটিতে ফিরে ঘরে ঢুকে চোখ কপালে সাংবাদিকের, নেই সোনার গহনা
বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : ঘরে কেউ না থাকার সুযোগে নিশিকুটুম্বুরা হাত সাফাই করল সাংবাদিকের আবাস। নিয়ে গেল পাঁচ ভরির মতো সোনার গহনা। ঘটনাটি ঘটেছে শিলচর আশ্রম রোডের গোবিন্দ বাড়ি শেখর লেনে। জানা যায়, সাংবাদিক উত্তমকুমার সী ছেলের একটি পরীক্ষার জন্য স্বপরিবারে গুয়াহাটি গিয়েছিলেন। মঙ্গলবার সকালে ফিরে ঘরে প্রবেশ করলে এসব দেখে হতবাক হয়ে যান। ঘরের সামগ্রীগুলো এলোমেলো ভাবে পড়ে রয়েছে মেঝেতে এবং আলমিরার ভেতরে থাকা বস্ত্র সহ সব জিনিসপত্র বাইরে পড়ে রয়েছে। এসব দেখে উত্তমবাবুর বুঝতে আর কোনও অসুবিধে হয়নি। তিনি একটু খুঁজে দেখতে পান ঘরে জানালা ভেঙে রয়েছে। তাঁর অনুমান সোমবার রাতেই চোর ওই জানালা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে।
তিনি জানান, ছেলের একটি পরীক্ষার জন্য শনিবার সকালে স্ত্রী সহ তাঁরা তিনজন গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন। মঙ্গলবার সকালে তাঁরা ফিরেন। আর ঘরে ঢুকেই চোখে পড়ে এই অবস্থা। তারপর তিনি পুলিশে খবর দেন। পুলিশ পৌঁছে তদন্ত শুরু করে। তিনি এও জানান, ৫০০ টাকার একটি নোট করে রেখে গিয়েছিলেন চোর সেটা নেইনি। শুধু স্ত্রীর সোনার অলঙ্কার সহ কিছু সামগ্রী নিয়ে যায়। উল্লেখ্য, সাংবাদিক উত্তমকুমার সী দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার বার্তা সম্পাদক পদে কর্মরত রয়েছেন।