মাধ্যমিক পরীক্ষায় ফেল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১২ এপ্রিল : মাধ্যমিক পরীক্ষায় পাস করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা ছাত্রীর। চাঞ্চল্যকর এমন ঘটনা সংঘটিত হয় কাছাড়ের বড়খলায়। আত্মহত্যা করা ছাত্রীর বাড়ি বড়খলা দ্বিতীয় খণ্ডে। ছাত্রীর বাবা জারুল আকবর বড়ভূইয়া জানান, তাঁর মেয়ে রুসনা এবার মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। শুক্রবার ঘোষিত হয় মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এতে পাস করতে না পেরে মানসিকভাবে সে ভেঙে পড়ে। প্রতিদিনের মতো রাতে খেয়ে সবাই শুয়ে পড়েন। হঠাৎ, রাতে একটি শব্দ শুনেন। এতে উঠে দেখেন ঘরে ঝুলে রয়েছে মেয়ের মৃতদেহ।

তিনি আরও জানান, মাধ্যমিক পরীক্ষার পর থেকেই ভারক্রান্ত ছিল সে। অবশেষে খারাপ ফলাফলের জন্য আত্মহত্যার পথ বেছে নেয় কন্যা। এদিকে, এ ঘটনার পর পরিবারের তরফে জানানো হয় বড়খলা থানায়। এতে বড়খলা থানার এসআই নীলকমল বরুয়া, এসআই মণিরাম তিতা, এএসআই গৌতম নাথ হন। তাঁরা প্রাথমিক তদন্ত করে মৃতদেহ মরণোত্তর পরীক্ষার জন্য মেডিক্যালে পাঠায়।

মাধ্যমিক পরীক্ষায় ফেল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার
Spread the News
error: Content is protected !!