সুদানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার

২৩ এপ্রিল : আফ্রিকার দেশ সুদানে গৃহযুদ্ধের ফলে যে ভারতীয়রা সেখানে আটকে পড়েছিলেন তাঁদের মধ্যে অনেকেই উদ্ধার করার কাজ সফলভাবে করা গিয়েছে। সৌদি আরবের বিদেশ মন্ত্রকের তরফে ভারতীয়দের উদ্ধার করার খবর জানানো হয়েছে।

সৌদি আরবের সরকার এখনও পর্যন্ত মোট ১৫৭ জনকে সুদান থেকে উদ্ধার করেছে।

সেদেশের সেনা এবং আধা সেনার মধ্যে লড়াই চলছে গত এক সপ্তাহের বেশি সময় ধরে। যার ফলে ভারত সহ বিভিন্ন দেশের নাগরিকেরা সে দেশে আটকে পড়েছিলেন। তাঁদের মধ্যে অনেককেই এদিন উদ্ধার করা হয়েছে।

গত এক সপ্তাহ ধরে টানা সেনা এবং আধাসেনার মধ্যে লড়াইয়ের ফলে সুদানের অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত জটিল অবস্থায় ছিল। কোনওভাবেই বিদেশি নাগরিকদের উদ্ধারকার্য শুরু করা যাচ্ছিল না। তবে এদিন শনিবার প্রথমবার উদ্ধারকার্য করা গিয়েছে। ভারতীয়, পাকিস্তানি, বাংলাদেশি সহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের সুদান থেকে উড়িয়ে সৌদি আরবের জেড্ডায় নিয়ে আসা হয়েছে।

Author

Spread the News