বন্যপ্রাণীর দেহের অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার, আটক তিন

বরাক তরঙ্গ, ৮ জুলাই : রাজ্যে চলছে বন্যপ্রাণীর অঙ্গ পাচার। কুচক্ররা রাজ্যের মাধ্যমে বন্যপ্রাণীর দেহের অঙ্গপ্রত্যঙ্গ প্রচুর পাচার করছে। রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই) কর্মকর্তারা আজ শোনিতপুর জেলার ইটাখোলার কাছে বাঘের চামড়া ও হাড়সহ তিনজনকে গ্রেফতার করেছে।

গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে এই অসাধু চক্রটিকে পাকড়াও করে অভিযানকারী দলটি। অবশ্য উদ্ধার হওয়া অঙ্গগুলো বাঘের কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বাজেয়াপ্ত করা অঙ্গগুলো অরুণাচল প্রদেশ থেকে আনা হয়েছে বলে জানা গেছে। সে রাজ্যের ভালুকপুংয়ের পাক্কে টাইগার রিজার্ভ থেকে আনা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।  বাঘের চামড়া পরীক্ষা করে কর্তৃপক্ষ এটি রয়েল বেঙ্গল টাইগার বলে সন্দেহ করেছে।
গ্রেফতার হওয়া তিনজনের মধ্যে দুজন অসমের এবং অন্যজন অরুণাচল প্রদেশের। কর্তৃপক্ষ সন্দেহ করছে যে বাঘটিকে তিনজন লোক অবৈধ ব্যবসার জন্য পাচার করেছে।
 

উল্লেখ্য, সাম্প্রতিক দিনগুলিতে রাজ্যের বিভিন্ন অংশে জীবন্ত বন্যপ্রাণী এবং প্রাণীর দেহের অঙ্গ-প্রত্যঙ্গের চোরাচালান উদ্ধার করা হয়েছে। সূত্র জানায়, অবৈধ ব্যবসার জন্য বন্যপ্রাণী আন্তর্জাতিক বাজারে পাচার হচ্ছে

Author

Spread the News