জটিল রোগে আক্রান্ত মওলানাকে আর্থিক সাহায্যের আবেদন

জটিল রোগে আক্রান্ত মওলানাকে আর্থিক সাহায্যের আবেদন

বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : জটিল রোগে আক্রান্ত ইমামের পাশে দাঁড়ানোর জন্য আবেদন করলেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝারভূইয়া সহ বিশিষ্টজনেরা। কিছুদিন থেকে উত্তর পেছাডহর নতুন মসজিদের ইমাম মওলানা জাবির আহমেদ লস্কর জটিল রোগে আক্রান্তে ভুগছেন। তাঁর পরিবারের লোকেরা বিগত দিনে  মওলানা জাবির আহমেদকে স্থানীয় হাসপাতালে অপারেশন করানোর পরও সফল হয়নি। বর্তমানে তাঁর অবস্থা শোচনীয় হওয়াতে ডাক্তাররা চেন্নাইতে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেন। কিন্তু আর্থিক অবস্থা দুর্বল থাকায় বর্তমানে চেন্নাই নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় অসহায় মওলানা জাবির আহমেদের জন্য মসজিদ কমিটির পক্ষ থেকেও সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন কিন্তু এতেও কোন সুরাহা হচ্ছে না। অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন। এই বিষয়ে নিয়ে সোমবার রাতে পেছাডহর নতুন মসজিদে, রামনগরের বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান লস্করের নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত থাকেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান লস্কর, পেঁচাডহর বড় মসজিদের প্রধান ইমাম মওলানা ফরিজ উদ্দিন, কাছাড় জেলা এমারতে শরিয়া ও নদুয়াতুত তামিরের সাধারণ সম্পাদক মওলানা নুরুল হক। রায়নগরের সমাজসেবী আতাউর রহমান লস্কর সহ বিশিষ্টজনেরা। এদিন প্রথমে অসুস্থ মওলানা জাবির আহমেদের চিকিৎসার বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়।

জটিল রোগে আক্রান্ত মওলানাকে আর্থিক সাহায্যের আবেদন

কাছাড় জেলা এমারতে শরিয়া ও নদুয়াতুত  তামিরের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা মওলানা জাবির আহমেদের হাতে তুলে দেওয়া হয় এবং পরবর্তীতে আরও সাহায্য করা হবে বলে আশ্বাস দেন সংগঠনের কর্মকর্তারা। এবং উনার দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়। কাটিগড়ার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান সহ বিশিষ্টজনেরা জনসাধারণের কাছে অসুস্থ মওলানা জাবির আহমেদের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন করেন। ইচ্ছুক জনসাধারণ অসুস্থ মওলানাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কিউআর কোড টাকা দান করতে পারবেন।

JABIR AHMED LASKAR.
Account no- 0472010310987
Bankname – Punjab National Bank.
IFC CODE – PUNB0047220
Branch – Trapur Silchar

Author

Spread the News