শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মন্দির পরিচালন সমিতির বস্ত্র বিতরণ

শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মন্দির পরিচালন সমিতির বস্ত্র বিতরণ

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : দুর্গোৎসব উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও শিলচরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী শ্যামসুন্দর জিউর মন্দির পরিচালনা ও উন্নয়ন সমিতির বিশেষ ব্যবস্থাপনায় প্রায় একশো জন দুস্থ মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করেন। শাড়ি বিতরণী অনুষ্ঠানে পরিচালনা কমিটির সভাপতি সুশীল পাল, সহ-সভাপতি জহর পাল ও সম্পাদক বুদ্ধদেব দাসরা বক্তব্যে বলেন, এই শ্যামসুন্দর জিউ আখড়া সুদীর্ঘ ১৭১ বছর পুরনো একটি আখড়া, বিগত দিনেও তাঁরা প্রচার বিমুখভাবে দুর্গোৎসব উপলক্ষে দুস্থদের মধ্যে এইভাবে বস্ত্র বিতরণ করে থাকেন, আগামী দিনে এই ভাবে করে থাকবেন। শারদীয় দুর্গোৎসব হলো বাঙালি হিন্দুদের চারদিনের এক ধর্মীয় উৎসব, এই দুর্গোৎসবে সবাই যেন আনন্দ ও উল্লাসের সহিত পালন করতে পারেন, এরজন্যই উনারা দুঃস্থ মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করে থাকেন।

এ দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সতী শুক্লবৈদ্য, সহ-সম্পাদক শুভাশিস সেন ও দুর্গাচরণ দাস, কোষাধ্যক্ষ সঞ্জীব দেওয়ানজী, কার্যকরী সদস্য নন্দদুলাল রায়, স্বপন দাশগুপ্ত, স্বপন দেবনাথ সহ অন্যান্যরা।

শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মন্দির পরিচালন সমিতির বস্ত্র বিতরণ

Author

Spread the News