কৃতজ্ঞতা জানালেন জেলাপরিষদ সদস্যার রুহিদা খানমের প্রতিনিধি

বরাক তরঙ্গ, ১৪ মে : জাতিধর্ম  নির্বিশেষে প্রত্যেক শ্রেণির নেতাকর্মী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানালেন বাঁশকান্দি-শিবপুর জেলা পরিষদ আসনের বিজয়ী প্রার্থী রুহিদা খানম লস্করের প্রতিনিধি মওলানা ড. আব্দুর রহিম (রাজু) লস্কর। বুধবার নিজের ঘরে বসে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতীয় জাতীয় কংগ্রেস দলের নেতারা যোগ্যতা বিবেচনা করে আমার সহধর্মিনী রুহিদা খানম লস্করকে দলীয় মনোনয়ন দিয়েছিলেন। সবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, এলাকার সর্বশ্রেনীর গণদেবতা,  দলীয় ব্লক মণ্ডল ও তৃনমুল স্তরের নেতাকর্মীদের ঘামঝরা পরিশ্রমের ফসল হিসেবে বিজয়ী হয়েছি। বিশেষ করে সোনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর ও জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের নিরলস সাহায্য ও সহযোগিতা এই বিজয়ের পথকে মসৃন করেছে। বলেন, নির্বাচনে ফলাফল প্রকাশের পর সময়ের স্বল্পতায় সবার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে না পেরে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেন।  দু’একদিনের মধ্যে শিবপুর ও পশ্চিম সিঙ্গেরবন্দ জিপিতে গিয়ে ভোটারদের সঙ্গে মত বিনিময় করবেন।

তিনি বলেন, বিজেপির অপশাসন ও জুলুমের প্রতিবাদ জানাতে এলাকার শ্রদ্ধেয় ভোটাররা কংগ্রেসের হাতকে মজবুত করেছেন। কংগ্রেস প্রার্থী রুহিদা খানম কে হারাতে বিজেপি ও বিজেপির এ টিম, বি টিম হিসাবে অপচেষ্টা চালিয়েছেন। যারা দিনে কংগ্রেস রাতে বিজেপি করে  এধরনের নকল কংগ্রেস নেতাদের আগামী বিধানসভা নির্বাচনে বরাকনদীতে বিসর্জন দেবেন সোনাইর গণদেবতা। বলেন, কংগ্রেস এবার তিন জেলাপরিষদ আসন দখল করেছে। আগামীতে আমিনুল হক লস্করের সুযোগ্য নেতৃত্বে সোনাইয়ে কংগ্রেস আরও বলীয়ান হয়ে উঠবে।

কৃতজ্ঞতা জানালেন জেলাপরিষদ সদস্যার রুহিদা খানমের প্রতিনিধি
Spread the News
error: Content is protected !!