বিজেপি কাছাড় জেলা কমিটির উদ্যোগে পঞ্চায়েতে বিজয়ীদের সংবর্ধনা
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ মে : বিজেপি কাছাড় জেলা কমিটির উদ্যোগে শিলচর বিধানসভা কেন্দ্রের পঞ্চায়েতে বিজয়ীদের সংবর্ধনা জানানো হয়। এদিন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ওয়ার্ড সদস্য ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা জানানো হয়। সেইসঙ্গে শিলচর বিধানসভা কেন্দ্রের কার্যকর্তা সম্মেলনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা সভাপতি রূপম সাহা বিজয়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এদিন বিধায়ক দীপায়ন চক্রবর্তী পঞ্চায়েতে বিজয়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেইসঙ্গে পঞ্চায়েত নির্বাচনের ভোট বিশ্লেষণ করে বক্তব্য রাখেন।