কৃষক সভার জাতীয় পরিষদের সভায় অসমের প্রতিনিধি রেজামন্দ আলি

কৃষক সভার জাতীয় পরিষদের সভায় অসমের প্রতিনিধি রেজামন্দ আলি

বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : সারা ভারত কৃষক সভার জাতীয় পরিষদের সভা অনুষ্ঠিত হয়। কলকাতায় সংগঠনের পশ্চিমবঙ্গের প্রাদেশিক অফিস হরেকৃষ্ণ কোনার স্মৃতি ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি অশোক ধাওল।  ২০ ও ২১ জানুয়ারি দু’দিনব্যাপী সভায় আন্তর্জাতিক ও জাতীয় রাজনৈতিক পরিস্থিতি ও দেশের কৃষি ও কৃষকের সমস্যাবলী, সমগ্ৰ দেশে কৃষি অর্থনীতির দুরবস্থা ইত্যাদি বিষয়ের ওপর এক প্রতিবেদন পরিষদের সম্পাদক বিজু কৃষনন উপস্থাপন করেন। দেশের প্রত্যেকটি রাজ্য থেকে আসা পরিষদের সদস্যদের মধ্যে ৩১ জন সদস্য আলোচনায় অংশ গ্ৰহণ করে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন সরকারের কৃষক ও শ্রমিক বিরোধী নীতির ও নিজ নিজ রাজ্যের কৃষি ও কৃষকের সমস্যাবলী নিয়ে আলোচনা করেন এবং কৃষি পণ্যের ন্যায্যমূল্য অর্থাৎ এমএসপি নির্ধারণ, ঋণ মকুব, কৃষি পণ্যের বিপণনের বাজার নীতি, ভারত মালার অধীনে  অধিগ্ৰহণ করা জমির উপযুক্ত ক্ষতিপূরণ, আবহাওয়ার উষ্ণতা, কৃষক উচ্ছেদ, কৃষকদেরকে দেয়া কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ ইত্যাদি বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়।

অসমের সদস্য রেজামন্দ আলি বড়ভূইয়া আলোচনায় অংশ নিয়ে রাজ্যের বন্যা, খরা, নদী ভাঙ্গন, সাম্প্রদায়িক দৃষ্টি কোণ থেকে ও কর্পোরেটদের স্বার্থে অব্যাহত কৃষক উচ্ছেদ, জমি জরিপ ও পাট্টার সমস্যা, বসুন্ধরা প্রকল্প, কৃষকের ফসলের মূল্য নির্ধারণ, জলসেচ, এনকাউন্টারের বিষয় সহ রাজ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির চিত্র তুলে ধরেন। তিনি বলেন, কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রয় করার সময় ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসানের মুখে পড়ে কৃষি চাষ করতে অনীহা প্রকাশ করছেন। আর গ্ৰামের শতশত বেকার যুবকরা বহির রাজ্যে গিয়ে কম পারিশ্রমিকে কাজ করতে বাধ্য হচ্ছে। তাদের কোন নিরাপত্তা নেই।

কৃষক সভার জাতীয় পরিষদের সভায় অসমের প্রতিনিধি রেজামন্দ আলি

শেষে নিজ রাজ্যের সমস্যাবলী সমাধানের দাবিতে ও কেন্দ্রীয় সরকারের কৃষক ও শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে রাজ্য রাজ্যে ও সর্ব ভারতীয় ক্ষেত্রে শক্তিশালী কৃষক আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া হয়। জমি সংক্রান্ত যাবতীয় বিষয়ে প্রতিটি রাজ্যে কৃষকদের নিয়ে কনভেনশন শেষ করে সর্বভারতীয় কৃষক কনভেনশন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় পঞ্জাব ও হরিয়ানার সীমান্তে এমএসপি, ঋণ মকুব ইত্যাদি দাবি নিয়ে কৃষকদের চলে থাকা লাগাতার আন্দোলনের প্রতি সমর্থন ও সংহতি জ্ঞাপন করা হয়। সারা ভারত কৃষক সভার সাংগঠনিক নিয়ম অনুযায়ী আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে সর্ব ভারতীয় কৃষক সম্মেলন রাজস্থানে অনুষ্ঠিত করার ও সিদ্ধান্ত হয়েছে।

Author

Spread the News