বিপ্লবী অসিতরঞ্জন ভট্টাচার্যকে স্মরণ বরাকবঙ্গের

বরাক তরঙ্গ, ২ জুলাই : প্রয়াণ দিবসে স্বাধীনতা বিপ্লবী অসিতরঞ্জন ভট্টাচার্যকে স্মরণ করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি। আজ বুধবার সকালে সম্মেলনের সদস্য-কর্মকর্তারা গান্ধীবাগে গিয়ে বিপ্লবীর আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। বিপ্লবী অসিতরঞ্জন ভট্টাচার্যের মাত্র ১৯ বছরের জীবনে যে আত্মত্যাগ, এ নিয়ে বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক গৌতমপ্রসাদ দত্ত। তিনি গান্ধীবাগে আবক্ষ মূর্তিটি বসানোর ইতিহাসও সংক্ষেপে উল্লেখ করেন।

গৌতমবাবু জানান, ১৯৩৪ সালে আজকের মতো ২ জুলাই তারিখে সিলেট জেলে ফাঁসিতে শহিদত্ব বরণ করেন অগ্নিযুগের এই তরুণ বিপ্লবী। জেলা সমিতির সম্পাদক উত্তমকুমার সাহা আক্ষেপের সঙ্গে বলেন, বৃহত্তর সুরমা উপত্যকার মানুষ বহু বিষয়ই গর্বের সঙ্গে উল্লেখ করেন। কিন্তু প্রকৃত গর্বের জায়গাকে ভুলে থাকেন। এই অঞ্চলেও যে এমন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যাঁকে ব্রিটিশ ফাঁসিতে ঝুলিয়েছিল, সেই অসিতরঞ্জন ভট্টাচার্যের কথা সে ভাবে উচ্চারিত হয় না। গান্ধীবাগে তাঁর প্রতিমূর্তি থাকলেও অধিকাংশই সে দিকে খেয়াল করেন না।

বিপ্লবী অসিতরঞ্জন ভট্টাচার্যকে স্মরণ বরাকবঙ্গের

উত্তম তাঁর বক্তব্যে স্বাধীনতা সংগ্রামী নিকুঞ্জ সেনের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন। জানান, আজ তাঁরও প্রয়াণ দিবস। অত্যাচারী কারা-পরিদর্শক সিম্পসনকে হত্যার জন্য বিনয়-বাদল-দীনেশকে নিয়ে যিনি করিডর যুদ্ধের পরিকল্পনা করেছিলেন, তিনি হলেন নিকুঞ্জ সেন। ঘটনার দিন আত্মগোপনে সক্ষম হলেও পরবর্তী সময়ে পুলিশ তাকে গ্রেফতারে সক্ষম হয় এবং সাতবছর কারাদণ্ড ভোগ করতে হয়েছিল তাঁকে।

বিপ্লবী অসিতরঞ্জন ভট্টাচার্যকে স্মরণ বরাকবঙ্গের

আজকের শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে সক্রিয় ভাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমিতির সহ-সম্পাদক মিলনউদ্দিন লস্কর, জেলা সমিতির সহ-সম্পাদক বিনায়ক চৌধুরী, শিলচর শহর আঞ্চলিক সমিতির সম্পাদক সুশান্ত সেন, কার্যনির্বাহী সদস্য সঞ্জয় দেবলস্কর। সঞ্জয় দেবলস্কর আগুনের পরশমণি গেয়ে দুই স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানান।

Author

Spread the News