রেমালের তাণ্ডবে বিচ্ছিন্ন বরাক, স্তব্ধ যোগাযোগ ব্যবস্থা

বরাক তরঙ্গ, ২৮ মে : ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিচ্ছিন্ন হয়ে পড়ল বরাক উপত্যকা। ৬ নং জাতীয় সড়ক সহ হাফলং সড়ক ও রেলপথে আপাতত যাতায়াত বন্ধ হয়ে পড়েছে।  মেঘালয়ে ভারী বর্ষণে রাজ্যে ব্যাপক ভূমিধস হয়েছে। মেঘালয়ের সোনাপুরে টানেলের সামনে পাহাড়ের পাথর এবং মাটি ধসে ৬ নং শিলচর-জোয়াই-গুয়াহাটি জাতীয় মহাসড়ক সম্পূর্ণরূপে চাপা পড়ে গেছে।

ভূমিধসের কারণে টানেলের দুই পাশে আটকে পড়া যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাস্তায় আটকা পড়েছে মালবাহী ট্রাকও। ভূমিধসের কারণে বরাক উপত্যকাসহ প্রতিবেশী রাজ্য মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাসহ দেশের বাকি অংশের সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে, রাস্তা পরিষ্কার করার জন্য পূর্ত বিভাগ এবং মেঘালয় পুলিশ তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

Author

Spread the News