রেমালের তাণ্ডব, শিলচরে অটোর উপর ভেঙে পড়ল গাছ

বরাক তরঙ্গ, ২৮ মে : ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব শিলচরেও। ভারী বৃষ্টিপাতের সঙ্গে চলছে দমকা হাওয়া। এতে ভেঙে পড়ছে গাছপালা। মঙ্গলবার দিনে শিলচর শ্মশান রোডে বন্ধ অটোর উপর ভেঙ্গে পড়ে একটি বিশাল গাছ। পুরো অটো দুমড়ে মুচড়ে যায়।

খবর দেওয়া হয় পুলিশে। দুর্যোগ মোকাবিলা বাহিনী পৌঁছে গাছ কেটে রাস্তা পরিস্কার করে। এ ঘটনায় কোন হতাহতের খবর নেই।

এ দিকে, ভারী বৃষ্টির ফলে জনজীবন ব্যাহত। গোটা নিউ শিলচর জলমগ্ন। ঘর, দোকানেও জল। অলিগলিতে হাঁটু জল। দুর্ভোগের মুখে পড়েছেন সাধারণ মানুষ।

Author

Spread the News