হলুদ স্কুটিতে লাল রক্তের দাগ, ডোবা থেকে যুবকের দেহ উদ্ধার
১ সেপ্টেম্বর : ঘুটঘুটে অন্ধকার। রাস্তার পাশে দাঁড় করানো হলুদ স্কুটি। কিন্তু, আরোহী কোথায়? স্কুটিতে রক্তের দাগ। একটু দূরে রাস্তায়ও দেখা গেল চাপ চাপ রক্ত। স্কুটির মালিককে দেখতে না পাওয়া যাওয়ায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি পশ্চিমবঙ্গের হুগলির চণ্ডীতলা থানার কুমিরমোড়া থেকে জনাই যাওয়ার রাস্তায়। স্থানীয়রা খবর দেন চণ্ডীতলা থানায়।
ঘণ্টা তিনেক পর বেশ কিছুটা দূর থেকে ডোবা থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে এলাকায়। এদিন সন্ধ্যার পর রাস্তায় ওই হলুদ স্কুটিকেই দেখতে পান স্থানীয় বাসিন্দারা। চালককে দেখতে না পাওয়া যাওয়ায় চণ্ডীতলা থানায় খবর দেন তাঁরা। পুলিশ এসে ঘটনাস্থল থেকে একজোড়া রক্তাক্ত জুতো, অ্যাসিডের বোতল, হেডফোন উদ্ধার করে।
কিন্তু, স্কুটির মালিককে দেখতে না পাওয়া যাওয়ায় খোঁজ শুরু হয়। ঘণ্টা তিনেক খোঁজ করার পর ঘটনাস্থল থেকে ১০০ মিটার দূরে একটি ডোবা থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তাঁর গলায় গভীর ক্ষতচিহ্ন রয়েছে। মৃত যুবক রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গিয়েছে।
যুবকের রহস্যজনক মৃত্যু কীভাবে হল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় এক বাসিন্দা বলেন, তাঁরা হাটপুকুর মোড়ে বসেছিলেন। তখন কেউ একজন এসে রক্তমাখা স্কুটি রাস্তার ধারে দাঁড় করানো রয়েছে বলে খবর দেন। তৎক্ষণাৎ তাঁরা ঘটনাস্থলে যান। দেখেন, স্কুটি থেকে রক্তের ফোঁটা ফোঁটা দাগ একটা ডোবা পর্যন্ত গিয়েছে। তারপর আর কিছু দেখা যায়নি। স্কুটির পাশে পড়েছিল একটি অ্যাসিডের ভাঙা বোতল। তারপরই তাঁরা পুলিশকে খবর দেন।

