শুরু হল কাছাড়েও নিয়োগ পরীক্ষা
বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের তৃতীয় শ্রেণি পদের নিযুক্তি পরীক্ষা শুরু হল কাছাড়েও। রবিবার তৃতীয় শ্রেণির নিযুক্তি পরীক্ষাকে কেন্দ্র করে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে করা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিলচর শহরের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে জোরদার পুলিশি ব্যবস্থা করা হয়েছে। উপত্যকায় সর্বমোট পরীক্ষার্থী রয়েছেন ৭৫ হাজার ৭০৭ জন। পরীক্ষা কেন্দ্র রয়েছে ১৫৭টি। এরমধ্যে শিলচর শহর এলাকায় পরীক্ষা কেন্দ্র রয়েছে ৫৬টি। শিলচর শহরের প্রতিটি সেন্টারে তৃতীয় শ্রেণির নিয়োগ পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা শান্তি শৃঙ্খলা ও সারিবদ্ধ ভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে পরীক্ষার্থীদের অভিভাবকরা বলেন, তাঁরা খুব আনন্দ পাচ্ছেন এবং তারা আশাবাদী তাঁদের ছেলে ও মেয়েরা পরীক্ষায় উর্তীন্ন হবেন এবং ভগবানের কাছে তাঁদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।

