মেডিক্যালের গেটের সামনে থেকেএক অপরিচিত শিশুকন্যা উদ্ধার

বরাক তরঙ্গ, ১৮ মে : শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের গেটের সামনে থেকে এক শিশুকন্যা উদ্ধার হল। রবিবার সকালে এক ব্যক্তি শিশুটিকে অসহায় অবস্থায় দেখে প্রথমে জিজ্ঞাসাবাদ করলে সঠিক ভাবে কিছু বলতে পারেনি। ওই ব্যক্তি শিশুটিকে ঘুংগুর পুলিশ ফাঁড়িতে সমঝে দেন। শিশুটিকে পুলিশ জিজ্ঞাসা করলে তার ঘর রাঙ্গিরখাড়িতে বলে জানায়। শিশুটি ঘুংগুর পুলিশ ফাঁড়িতে রয়েছে। যদি কেউ এই শিশুর আত্মীয়স্বজন থাকেন তাহলে পুলিশের সঙ্গে  যোগাযোগ করার অনুরোধ জানান।

মেডিক্যালের গেটের সামনে থেকেএক অপরিচিত শিশুকন্যা উদ্ধার
Spread the News
error: Content is protected !!