রিচার্জ এবং ডাটা প্যাকেজের মূল্যবৃদ্ধির প্রতিবাদ শিলচরেও
বরাক তরঙ্গ, ২ জুলাই : মোবাইলের রিচার্জ এবং ডাটা প্যাকেজের মূল্য যথেচ্ছ ও অযৌক্তিক ভাবে বৃদ্ধির তীব্র বিরোধিতা করে বিক্ষোভ প্রদর্শন করল যুব সংগঠন এআইডিওয়াইও। মঙ্গলবার সমগ্র দেশের সঙ্গে শিলচরেও বিক্ষোভ প্রদর্শন করা হয়। ডাকবাংলো পয়েন্টে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন (এআইডিওয়াইও)র কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক বিজিৎ কুমার সিনহা ও সহ-সভাপতি পরিতোষ ভট্টাচার্য৷
বক্তারা বেসরকারি টেলিকম সংস্থাগুলি দ্বারা মোবাইলের রিচার্জ এবং নেট প্যাকেজের মূল্য যথেচ্ছ ভাবে বৃদ্ধি করার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান৷ বক্তারা বলেন, আজকাল সরকার সব পরিষেবা ডিজিটালাইজড করে দিয়েছে ফলে ইন্টারনেটের ওপর নির্ভরশীলতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে ৷ রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড সহ ছাত্রদের ভর্তি ও ক্লাস, যুবকদের চাকরির অনলাইন আবেদন থেকে শুরু করে এমনকি অনলাইনে চাকুরীর যোগ্যতা অর্জনের পরীক্ষা সহ বিভিন্ন ধরনের পরিষেবাগুলিতে আজ মোবাইল, ইন্টারনেট অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে৷

অনলাইনে লেনদেনের ব্যবহার সব্জি বিক্রেতা, মাছ বিক্রি থেকে শুরু করে ছোট-বড় ব্যবসায়ীক প্রতিষ্ঠান এমনকি যারা ভিক্ষা ভিত্তি করেন তাদের মধ্যে অনেকে অনলাইনের মাধ্যমে ভিক্ষা করেন৷ অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থানের মতো জীবনের মৌলিক প্রয়োজনের পাশাপাশি মোবাইল সেই স্থান দখল করছে৷ মোবাইল, ইন্টারনেট আজ সবার জীবনে অপরিহার্য। সেই সুযোগকে কাজে লাগিয়ে সরকারি মদতে টেলিকম কোম্পানিগুলো জনগণকে লুট করছে৷ বছরে হাজার হাজার কোটি টাকা মুনাফা করার পরও আরও অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে এই মূল্যবৃদ্ধি৷ সাধারণ মানুষের এমন এক দুর্বিষহ ও অসহায় অবস্থায় বেসরকারি টেলিকম কোম্পানিগুলো যথেচ্ছ ও অমানবিকভাবে প্রিপেড মোবাইল এবং ডেটা পরিষেবার চার্জ আবারও যথেচ্ছভাবে বাড়িয়েছে। টেলিকম কোম্পানিগুলোর স্বার্থে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) এবং কেন্দ্র সরকার জনগণের স্বার্থবিরোধী এই সিদ্ধান্তে নীরব দর্শক৷
আজ সংগঠনের পক্ষ থেকে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার (ট্রাই) এর চেয়ারম্যান অনিল কুমার লাহটি’র উদ্দেশ্যে জেলাশাসকের মারফত একটি স্মারকপত্র প্রদান করা হয়৷ এই স্মারকপত্রে দাবি জানানো হয় যে ট্রাইকে অবিলম্বে হস্তক্ষেপ করতে হবে এবং বেসরকারি টেলিকম কোম্পানিগুলোকে বাধ্য করতে হবে যাতে গ্রাহকদের স্বার্থে রিচার্জ এবং ডাটা চার্জের অযৌক্তিক মূল্যবৃদ্ধি সম্পূর্ণ প্রত্যাহার করার ব্যবস্থা করে। সরকারি টেলিকম সংস্থা বিএসএনএলকে পুনরুজ্জীবিত করা এবং উন্নত আধুনিক পরিষেবা কম মূল্যে প্রদানের দাবিও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে সাধারণ জনগণকে এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আওয়াজ তুলতে আহ্বান জানানো হয় যাতে ট্রাই এবং কেন্দ্রীয় সরকার বেসরকারি টেলিকম সংস্থাগুলির দ্বারা পর্যায়ক্রমিক অযৌক্তিক বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার করে৷
৩ জুলাই ট্রাই’কে গণ ই-মেল প্রেরণের জন্য সর্বস্তরের জনসাধারণকে আহ্বান জানানো হয়। বিক্ষোভ চলা সময়ে বর্ধিত মূল্যের একটি প্রতিকী কপিতে অগ্নি সংযোগ করেন জেলা সম্পাদক বিজিৎ কুমার সিনহা৷ অন্যান্যদের মধ্যে বিক্ষোভে উপস্থিত ছিলেন দিলীপকুমার রী, সুবীর রায়, দিলীপ কালোয়ার প্রমুখ৷