রিচার্জ : ২ জুলাই দেশব্যাপী প্রতিবাদ, ৩ জুলাই ট্রাই’কে গণ ই-মেল ডিওয়াইও-র

নেট প্যাক এবং মোবাইলের রিচার্জের মূল্য বৃদ্ধির প্রতিবাদ

বরাক তরঙ্গ, ১ জুলাই : নেট প্যাক এবং মোবাইলের রিচার্জের মূল্য অযৌক্তিক ভাবে বৃদ্ধির তীব্র বিরোধিতা করল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন। সংগঠনের সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক অমরজিৎ কুমার বেসরকারি টেলিকম সংস্থাগুলি দ্বারা মোবাইলের রিচার্জ এবং নেট প্যাকেজের মূল্য যথেচ্ছ ভাবে বৃদ্ধি করার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন৷ তিনি বলেন, আজকাল সরকার সকল পরিষেবা ডিজিটালাইজড করে দিয়েছে ফলে ইন্টারনেটের ওপর নির্ভরশীলতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে ৷ ছাত্রদের অনলাইন ক্লাস, যুবকদের চাকরির অনলাইন আবেদন থেকে শুরু করে এমনকি অনলাইনে চাকরির যোগ্যতা অর্জনের পরীক্ষা সহ বিভিন্ন ধরনের পরিষেবাগুলিতে আজ মোবাইল, ইন্টারনেট অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে৷

অনলাইনে লেনদেনের ব্যবহার রাস্তার বিক্রেতা থেকে শুরু করে চিকিৎসার বিল সর্বত্রই করা হয় তাই প্রতিদিনই মোবাইলের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে ৷ মোবাইল, ইন্টারনেট এবং রিচার্জ আজ সবার জীবনে অপরিহার্য। অন্যান্য সুবিধা গ্রহণের জন্যও মোবাইল, ইন্টারনেটের  ব্যবহার বৃদ্ধি পাচ্ছে৷ এমনিতেই বেকারত্ব ও মুদ্রাস্ফীতির ফলে সাধারণ মানুষের দুবেলা খাবার সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে মোবাইল এত প্রয়োজনীয় হয়ে পড়েছে যে মানুষ ক্ষুধার্ত থাকলেও মোবাইল রিচার্জের জন্য অর্থ সঞ্চয় করতে বাধ্য হচ্ছেন৷
সাধারণ মানুষের এমন এক দুর্বিষহ ও অসহায় অবস্থায় বেসরকারি টেলিকম কোম্পানিগুলো যথেচ্ছ ও অমানবিকভাবে প্রিপেড মোবাইল এবং ডেটা পরিষেবার চার্জ আরও একবার যথেচ্ছভাবে বাড়িয়েছে। করোনার সময় ছোট পরিসরের শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠান সমূহ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে৷ সেই সময়েও বেসরকারি টেলিকম কোম্পানিগুলো সর্বোচ্চ মুনাফা লাভের কোনো সুযোগ ছাড়েনি৷

রিচার্জ : ২ জুলাই দেশব্যাপী প্রতিবাদ, ৩ জুলাই ট্রাই’কে গণ ই-মেল ডিওয়াইও-র

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) এর কাছে মোবাইল গ্রাহকরা যদিও ন্যায় প্রদানের আশা করেছিল কিন্তু ট্রাই মোবাইল গ্রাহকদের স্বার্থে বেসরকারী টেলিকম কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণের পরিবর্তে নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
সংগঠনের পক্ষ থেকে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার (ট্রাই) কাছে দাবি জানানো হয় যে এই বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপ করতে হবে এবং বেসরকারি টেলিকম কোম্পানিগুলোকে বাধ্য করতে হবে যাতে গ্রাহকদের স্বার্থে রিচার্জ এবং ডাটা চার্জের অযৌক্তিক মূল্যবৃদ্ধি সম্পূর্ণ প্রত্যাহার করা হয়। কেন্দ্রীয় সরকারের কাছে সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএলকে পুনরুজ্জীবিত করা এবং উন্নত আধুনিক পরিষেবা কম মূল্যে প্রদানের দাবিও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে সাধারণ জনগণকে এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে  আওয়াজ তুলতে আহ্বান জানানো হয় যাতে ট্রাই এবং কেন্দ্রীয় সরকার বেসরকারী টেলিকম সংস্থাগুলির দ্বারা পর্যায়ক্রমিক অযৌক্তিক বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার করে৷

সংগঠনের পক্ষ থেকে এও জানানো হয় ২ জুলাই দেশব্যাপী প্রতিবাদের আয়োজন করছে এবং ৩ জুলাই ট্রাই’কে গণ ই-মেল প্রেরণের জন্য সর্বস্তরের জনসাধারণকে আহ্বান জানানো হচ্ছে ৷

Author

Spread the News